ফেব্রুয়ারি ১৭, ২০২১ ২২:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের জাতীয় সংসদে পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করার বিষয়ে যে আইন পাস করেছে তা বাস্তবায়ন করতে সরকার বাধ্য।  

আজ (বুধবার) সকালে ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে জাওয়াদ জারিফ সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। তিনি বলেন, বাড়তি প্রটোকল বন্ধ হবে কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শন অব্যাহত থাকবে।

সম্প্রতি জাপানের কিয়োদো বার্তা সংস্থাকে জারিফ বলেছেন, জাতীয় সংসদে পাস হওয়া আইন সরকারকে বাস্তবায়ন করতেই হবে। তিনি আরো বলেছিলেন, যখন সহযোগিতার জানালা বন্ধ হয়ে যাবে তখন ইরান আরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে এবং পরমাণূ কর্মসূচির উন্নয়ন ঘটাবে।

ইরানের জাতীয় সংসদ

জারিফ বলেন, ইরান পরমাণু সমঝোতার প্রতি অনুগত ছিল এবং থাকবে। ইরান পরমাণু নিরস্ত্রীকরণ  চুক্তি বা এনপিটিতে সই করা দেশ এবং এই সদস্যপদ ধরে রাখবে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের সময় তেহরান স্বেচ্ছায় বাড়তি প্রটোকল গ্রহণ করে যার কারণে আইএইএ’র পরিদর্শকরা আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারে। কিন্তু গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ এই বাড়তি প্রটোকল স্থগিত করার জন্য একটি বিল পাস করে যা আইনে পরিণত হয়েছে। এই আইন মান্য করা ইরান সরকারের জন্য বাধ্যতামূলক। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং জো বাইডেন ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা তালবাহানা করছেন। এ প্রেক্ষাপটে ইরানের জাতীয় সংসদ নতুন এ আইন পাস করে।# 

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ