অবশ্যই আগামীকাল থেকে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত হচ্ছে: ইরান
(last modified Mon, 22 Feb 2021 10:30:09 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৬:৩০ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি
    মাহমুদ ওয়ায়েজি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, আগামীকাল থেকে এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত থাকবে। আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে দৃঢ়তার সঙ্গে তা জানিয়ে দিয়েছি।

ইরানের সংসদে পাস হওয়া আইনের ভিত্তিতে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত রাখা হবে বলে তিনি ঘোষণা করেন। মাহমুদ ওয়ায়েজি আরও বলেন, আমরা আইএইএ-কে বলেছি ইরানের সরকার ও সব কর্মকর্তা সংসদের আইন বাস্তবায়নের বিষয়ে একমত। ঐ পক্ষের জন্য এই রকম কোনো সুযোগই নেই যে, তারা বলবে এই আইন বাস্তবায়ন করবেন না। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে এই আইন বাস্তবায়ন হবেই।

সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিতের অর্থ হচ্ছে, আইএইএ’র পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত ‘সেফগার্ড এগ্রিমেন্ট’ পুরোপুরি মেনে চলবে বলে তিনি জানান।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আরও বলেন, পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের চার বছরে আরোপিত অন্য এক হাজার ছয়শ' নিষেধাজ্ঞার সব প্রত্যাহার করতে হবে।

ইরানের সংসদ গত ডিসেম্বরে এমন একটি আইন পাস করে যার ফলে পরবর্তী দু’মাসের মধ্যে আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট রুহানির সরকার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দিতে বাধ্য থাকবেন।

ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে আইএইএ’কে জানিয়ে দেয়, ২১ ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্বঘোষণা ছাড়া আর কোনো পরিদর্শক গ্রহণ করবে না। #

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।