পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্পূরক প্রটোকল বন্ধ করে দিয়েছে ইরান
-
ইরানের আরাক ভারী পানির চুল্লি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পরিদর্শক দলের জন্য সম্পূরক প্রটোকলের আওতায় পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ বন্ধ করে দিয়েছে ইরান। ২৩ ফেব্রুয়ারি থেকে ইরান সম্পূরক প্রটোকল স্থগিত করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। এ প্রটোকলের আওতায় আইএইএ'র পরিদর্শকরা যেকোনো মুহূর্তে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারতেন।
গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ একটি বিল পাস করে যাতে বলা হয়েছিল ২১ ফেব্রুয়ারির মধ্যে যদি ইরানের ওপর থেকে মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে ইরান স্বেচ্ছায় যে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন করে আসছে সরকারকে তা বন্ধ করে দিতে হবে।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় আজ (মঙ্গলবার) থেকে জাতীয় সংসদে পাস হওয়া আইনটি কার্যকর করল ইরান সরকার। জাতীয় সংসদে পাস হওয়ার ফলে সরকারের জন্য এ আইন বাস্তবায়নে বাধ্যবাধকতা ছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ নিশ্চিত করেছেন যে, আজ (মঙ্গলবার) সকাল থেকে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করেছে তেহরান। তবে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটির সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত সহযোগিতা করা দরকার তা অব্যাহত রাখবে।
আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদিও গতকাল ঘোষণা দিয়েছিলেন যে, মধ্যরাত থেকে সম্পূরক প্রটোকল স্থগিত করা হবে।#
পার্সটুডে/এসআইবি/২৩