প্রতিরোধকামী সংগঠনগুলোর ওপর হামলা আমেরিকার সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88008-প্রতিরোধকামী_সংগঠনগুলোর_ওপর_হামলা_আমেরিকার_সঙ্ঘবদ্ধ_সন্ত্রাসবাদের_নতুন_ধাপ_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তা হচ্ছে ওয়াশিংটনের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ২০:৪১ Asia/Dhaka
  • রাকের পররাষ্ট্রমন্ত্রীর ফুয়াদ হোসেইনের সঙ্গে আলী শামখানির বৈঠক
    রাকের পররাষ্ট্রমন্ত্রীর ফুয়াদ হোসেইনের সঙ্গে আলী শামখানির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তা হচ্ছে ওয়াশিংটনের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অঞ্চলে তাকফিরি সন্ত্রাসবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেবে না তেহরান। 

ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর ফুয়াদ হোসেইনের সঙ্গে আজ (শনিবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী শামখানি। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করার জন্য আমেরিকা সম্প্রতি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়ে তিনি বলেন, এগুলোর মাধ্যমে আমেরিকা সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ শুরুর  ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইরানসহ অন্য যেসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা এই তাকফিরি সন্ত্রাসবাদের পুনরুত্থানের সুযোগ দেবে না।

ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে পাস হওয়া বিল বাস্তবায়নের দেরি করার কারণে এ অঞ্চলে সংকট জোরালো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। 

গতকাল (শুক্রবার) সিরিয়ার দেইর আয-জাওয়ার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হাশদ আশ-শাবির অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। এই হামলাকে খুব খারাপ ইংগিত বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৭