ইরানের প্রতিরোধকামী নীতি এখনো সক্রিয় আছে: বিমান বাহিনী কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশের প্রতিরোধকামী নীতি এখনো সক্রিয়া আছে।
আজ (সোমবার) ইরানের সামরিক বাহিনীর জন্য বিমান এবং ইঞ্জিনসহ ভারী সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে জেনারেল নাসিরজাদেহ বলেন, ইরানের বিমান এভিয়েশন সংস্থা একটি গতিশীল, সক্রিয় এবং উদ্ভাবনী সংস্থা যেটি সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল।
ইরানের প্রতিরোধকামী নীতি এখনো সক্রিয়া এবং কার্যকর রয়েছে বলে উল্লেখ করে বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আজিজ নাসিরজাদে আরো বলেন, প্রতিরোধকামীতা এখনো সক্রিয় আছে এর অর্থ হচ্ছে প্রতিরক্ষা খাতে উন্নয়ন এবং অগ্রগতি একটি চলমান প্রক্রিয়া এবং এটি সব সময় অব্যাহত থাকবে।
আজ সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের সেনাবাহিনীর কাছে সামরিক বিমান এবং ভারী অস্ত্র হস্তান্তর করা হয়।#
পার্সটুডে/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।