ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ইসরাইল জড়িত থাকতে পারে: ইরান
-
আইন আল-আসাদ ঘাঁটি
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে রকেট হামলা সন্দেহজনক; এতে ইহুদিবাদী ইসরাইল জড়িত থাকতে পারে।
গতকাল (বুধবার) কাতারের আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। গতকালই দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিনজোনে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে বলেন, এসব হামলার ধরন ও প্রেক্ষাপট একই। এসব হামলা সন্দেহজনক এবং ইঙ্গিত রয়েছে যে, এতে ইহুদিবাদী ইসরাইলসহ বিদেশিদের হাত রয়েছে।
গতকাল আইন আল-আসাদে অন্তত ১০টি রকেট আঘাত হানে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে।#
পার্সটুডে/এসআইবি/৪