৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইউরোপ-আমেরিকার উদ্বেগ অমূলক: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90150-৬০_শতাংশ_মাত্রায়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণে_ইউরোপ_আমেরিকার_উদ্বেগ_অমূলক_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ অমূলক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ১৬:৫০ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ অমূলক।

পেট্রোক্যামিক্যাল শিল্পের চারটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, আমরা চাইলে এর আগেও ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারতাম। এ বিষয়ে ইউরোপ-আমেরিকার উদ্বেগের কোনো কারণ নেই।

রুহানি বলেন, এখনও পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তাদের সামনে একটা পথ বিদ্যমান, আর তাহলো নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করা।

রুহানি আরও বলেন, ঐসব দেশ যদি এটা করে, তাহলে ইরান দ্রুততার সঙ্গে সত্যতা যাচাইয়ের পর পরমাণু সমঝোতার সব প্রতিশ্রুতিতে ফিরে যাবে। 

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার সরকারের শেষ ১০০ দিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, তার সরকারের শেষ ১০০ দিনের একটি কর্মসূচি হলো জনস্বাস্থ্য নিশ্চিত করা এবং করোনা মহামারি মোকাবেলা করা। তার সরকার উৎপাদনের পথে বিদ্যমান বাধা অপসারণের চেষ্টা করবে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।