ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনার টিকা কিনবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i91048-ইরাকে_আটকে_থাকা_অর্থ_দিয়ে_রাশিয়া_থেকে_করোনার_টিকা_কিনবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেছেন, ইরাকে দেশের যে অর্থ আটকে রয়েছে তা দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২১ ১১:৪১ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেণ রেজা আরদাকানিয়ান
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেণ রেজা আরদাকানিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেছেন, ইরাকে দেশের যে অর্থ আটকে রয়েছে তা দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে।

ইরান সফররত ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদি হানতুশের সঙ্গে গতকাল (রোববার) বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান রেজা আরদাকানিয়ান। তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি নির্দেশ দিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন অংশে ইরানের যে সমস্ত অর্থ আটকে রয়েছে তা দিয়ে করোনাভাইরাসের টিকা কিনতে হবে। 

মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেন,  “ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি চুক্তি অনুসারে ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে। এজন্য  বাগদাদ ও মস্কোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই প্রথম চালানের অর্থ পরিশোধ করা যাবে।” 

 ইরান থেকে গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে থাকে ইরাক। এই খাতে ইরানের পাওনা হিসেবে ইরাকে কয়েকশ কোটি ডলার জমা হয়েছে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ব্যবহার করতে পারছে না ইরান। সেক্ষেত্রে করোনাভাইরাসের টিকা কেনার জন্য এই অর্থ ব্যবহার করা সহজ এবং লাভজনক হবে।#

পার্সটুডে/এসআইবি/৩