আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার ইরানি টিকা দেওয়া হবে: ইরানের স্বাস্থ্যমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, আগামী সপ্তাহ থেকেই করোনার ইরানি টিকা গণহারে প্রয়োগ শুরু করা হবে। তিনি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
নামাকি বলেন, "এই টিকা নেওয়ার বিষয়টি সবার ইচ্ছার ওপর নির্ভর করছে। প্রথমেই আমি নিজে এবং আমার মন্ত্রণালয়ের সহকর্মীরা এই টিকা নেব।"
ইরান তিনটি টিকা তৈরি করেছে। এর মধ্যে কোভইরান-বারাকাত টিকার কয়েক ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ভালো ফল পাওয়া গেছে। এছাড়া কিউবার সঙ্গেও যৌথভাবে টিকা তৈরি করছে ইরান। কিউবা ও ইরানের যৌথ টিকাটি অত্যন্ত কার্যকরী টিকা হিসেবে গণ্য হচ্ছে।
ইরানে এখনও গণহারে টিকা দেওয়ার কাজ শুরু হয়নি। এ পর্যন্ত ডাক্তার, নার্স ও বৃদ্ধদের টিকা দেওয়া হয়েছে।
এদিকে, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১৭ জন। আর শনাক্ত হয়েছে ১১ হাজার ৪২ জন। এ নিয়ে ইরানে ৮০ হাজার ১৫৬ জন করোনা রোগীর মৃত্যু হলো। #
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।