জুন ০৯, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

রুহানি আরও বলেন,ইরান এখন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে বছরে দুই হাজার ২০০ কোটি ডলার উপার্জন করতে পারবে। তিনি বলেন, পেট্রোল উৎপাদন দৈনিক পাঁচ কোটি ৬০ লাখ লিটার থেকে বেড়ে ১০ কোটি ৭০ লাখ লিটারে পৌঁছেছে।  

এর আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি ১৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের ৮ বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত দুই-তিন মাস ধরে দু’টি বিষয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। একটি হলো করোনাভাইরাস মোকাবেলা আর অন্যটি নিষেধাজ্ঞা প্রত্যাহার। দু’টি ক্ষেত্রেই সাফল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ