টোকিও অলিম্পিকে ইরানিদের দৃষ্টিনন্দন প্রদর্শনী
জুলাই ২৫, ২০২১ ১৬:০৬ Asia/Dhaka
এখন চলছে টোকিও অলিম্পিক। দারুণ দৃষ্টিনন্দন সব প্রদর্শনীর মাধ্যমে ইরানিরা টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে। অলিম্পিকের উদ্বোধনের সময় নিজেদের সংস্কৃতি তুলে ধরে ইরান।
২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল টোকিও অলিম্পিকের। ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন চলবে ৮ আগস্ট পর্যন্ত। করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে দেওয়ার পরও অলিম্পিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছিল না। তবে সব বাধা-অনিশ্চয়তা দূর করেই শুরু হলো অলিম্পিক।#
পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।