অক্টোবর ২৭, ২০২১ ১৮:৩৯ Asia/Dhaka
  • তেহরান সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
    তেহরান সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আফগান জনগণের বর্তমান দুঃখ-কষ্টের জন্য আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন ইরানি কর্মকর্তারা।

সম্মেলনে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এরমধ্যে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা অনলাইনে যুক্ত হন।

সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের নতুন পরিস্থিতির ওপর এই সম্মেলন থেকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি জানান, সম্মেলন থেকে আন্তর্জাতিক সমাজ, আঞ্চলিক দেশগুলো এবং আফগানিস্তানের জন্য অভিন্ন ও ঐক্যবদ্ধ একটি বার্তা দেয়া হবে।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি সমস্ত প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও মানবিক ত্রাণ সংশ্লিষ্ট পরিস্থিতির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া। সেইসাথে দেশটিতে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান এবং মানবাধিকার ও নারীর অধিকার প্রশ্নে নানা সংকট তৈরি হয়েছে সেগুলোর দিকেও জরুরিভিত্তিতে নজর দেয়া দরকার।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, আফগান জনগণ এবং প্রতিবেশীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে কাবুলের অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। এ সময় তিনি বলেন, অন্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো তাদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মৌলিক নীতি।

সম্মেলনে দেয়া বক্তৃতায় আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, আফগান সংকটের সমাধান করতে হলে দেশটিতে সব নৃ-গোষ্ঠীর মানুষের গ্রঅংশহণে একটি সরকার গঠন করতে হবে। বিদেশি হস্তক্ষেপকে আফগানিস্তানের চলমান সমস্যার মূল কারণ বলে অভিহিত করেন আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, গত ২০ বছরের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের জন্য আমেরিকাকে প্রআশ্যে দায়িত্ব স্বীকার করে নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ