কৌশলগত ওমান সাগরে ইরানের সামরিক বাহিনীর বিশাল সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/iran-i99692-কৌশলগত_ওমান_সাগরে_ইরানের_সামরিক_বাহিনীর_বিশাল_সামরিক_মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার-১৪০০।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৭, ২০২১ ১৫:৪৩ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার-১৪০০।

যৌথ মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও আর্মর্ড ইউনিট, মেকানাইজড রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, নৌবাহিনী এবং বিমানবাহিনী অংশ নিচ্ছে।

সামরিক মহড়া

তিনি বলেন, মহড়ায় অংশ নেয়া কোস্টাল এবং টেকনিক্যাল ইউনিট এরইমধ্যে নানা ধরনের গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং যুদ্ধ পরিচালনার মহড়া সফলভাবে শেষ করেছে। এসময় মহড়ায় অংশ নেয়া সেনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জামাদি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করে। এছাড়া বোয়িং ৭০৭ সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এ মহড়ায় অংশ নিয়েছে।

অ্যাডমিরাল মুসাভি জানান, মহড়া চলার সময় ইরানের বিমান বাহিনী দেশের আকাশসীমার প্রতি বিশেষভাবে নজরদারি করে।#

পার্সটুডে/এসআইবি/৭