যৌথ মহড়ার নামে ফিলিপাইনে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/world-i149878-যৌথ_মহড়ার_নামে_ফিলিপাইনে_উন্নত_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_মোতায়েন_করল_যুক্তরাষ্ট্র
পার্সটুডে- ফিলিপাইনের সাথে যৌথ মহড়ার আড়ালে যুক্তরাষ্ট্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো উন্নত সামরিক অস্ত্র মোতায়েন করেছে। ম্যানিলা এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত করার লক্ষ্যেই এটা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২৫ ১৮:২৩ Asia/Dhaka
  • যৌথ মহড়া
    যৌথ মহড়া

পার্সটুডে- ফিলিপাইনের সাথে যৌথ মহড়ার আড়ালে যুক্তরাষ্ট্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো উন্নত সামরিক অস্ত্র মোতায়েন করেছে। ম্যানিলা এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত করার লক্ষ্যেই এটা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

প্রতিরক্ষা সহায়তার আড়ালে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কোরীয় উপদ্বীপ বা চীন প্রভাবিত অঞ্চলে উত্তেজনা তৈরি করছে আমেরিকা। এরই অংশ হিসেবে ফিলিপাইনে সাম্প্রতিক মহড়ার সময় অস্ত্র মোতায়েন করে এসেছে।

পার্সটুডে বলছে- জাপান টাইমস পত্রিকা আমেরিকা ও ফিলিপাইনের যৌথ মহড়া সম্পর্কে লিখেছে, এ বছর এই মহড়া আয়োজনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র রকেট লঞ্চার ব্যবস্থা হিমার্স, ড্রোন এবং মাইক্রোওয়েভ-ভিত্তিক এন্টি ড্রোন ব্যবস্থা মোতায়েন করেছে।

ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জন পার্সি অ্যালকোসের মতে, উন্নত মার্কিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনএমইএসআইএস প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

টোকিও-ভিত্তিক প্রভাবশালী পত্রিকা জাপান টাইমসের ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত অনুষ্ঠিত ফিলিপাইন-মার্কিন যৌথ মহড়া 'বালিকাতান' এবং ২৬ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত 'কামানদাগ' যৌথ মহড়ায় ব্যবহৃত অস্ত্রপাতি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিপাইনে রেখে গেছে ওয়াশিংটন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ফিলিপাইনের সাথে যৌথ সামরিক মহড়ার আড়ালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) ফিলিপাইনের মাটিতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টাইফুন মোতায়েন করেছে।#  

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।