বোকামি বন্ধ করুন: নেতানিয়াহুকে ইসরায়েলি সাবেক সেনাপ্রধান; ইরানের ন্যানোক্যাটালিস্ট রপ্তানি বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i151928-বোকামি_বন্ধ_করুন_নেতানিয়াহুকে_ইসরায়েলি_সাবেক_সেনাপ্রধান_ইরানের_ন্যানোক্যাটালিস্ট_রপ্তানি_বাড়ছে
পার্সটুডে- দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই বোকামির জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।  তিনি বোকামি বন্ধ করতে ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান।
(last modified 2025-09-14T05:38:57+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১৩:৫৭ Asia/Dhaka
  • ইসরায়েলের সাবেক সেনা প্রধান
    ইসরায়েলের সাবেক সেনা প্রধান

পার্সটুডে- দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই বোকামির জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।  তিনি বোকামি বন্ধ করতে ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান।

গাদি আইজেনকট মন্ত্রিসভার বৈঠকের আগে এক্স (টুইটার)-এ লিখেছেন:
“এটাই শেষ কথা—এই বোকামি বন্ধ করুন, যার জন্য আমাদের ভীষণ মূল্য দিতে হবে।”

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, সেই দিনের ব্যর্থ নেতৃত্বই আজ আবার ভুল করছে।

১ কোটি ২০ লাখ ডলারের ইরানি ন্যানোক্যাটালিস্ট রপ্তানি

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি দপ্তর জানিয়েছে, ইরানি ন্যানোক্যাটালিস্টের রপ্তানির পরিমাণ এক কোটি ২০ লাখ ছাড়িয়েছে। এই প্রযুক্তি আমদানি নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত তিন কোটি ৬০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে। বর্তমানে এগুলো ইরানের বৃহৎ রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হচ্ছে।

ইরান: গণহত্যার ক্ষেত্রে নিরপেক্ষতা গ্রহণযোগ্য নয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স-এ লিখেছেন,
“নিরপেক্ষতার নীতি চলমান গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুদ্ধ ও গণহত্যা মৌলিকভাবে ভিন্ন বিষয়। গত দুই বছর ধরে সবার চোখের সামনে যে গণহত্যা চলছে, সেটিকে যুদ্ধের বিষয়ে নিরপেক্ষতার নীতির কথা বলে এড়িয়ে যাওয়া যাবে না। প্রকৃত মানবতাবাদ নৈতিক সাহস দাবি করে—অপরাধীদের নিন্দা ও জবাবদিহি নিশ্চিত করার সাহস থাকতে হবে।”

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল-কুদস নিউজ নেটওয়ার্কও জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবিলায় সক্রিয় হয়েছিল।

পোল্যান্ডের সঙ্গে উত্তেজনা চাই না:  পোল্যান্ড

জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, “ইউক্রেন যেকোনো মূল্যে আরও দেশকে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে জড়াতে চায়, কিন্তু আমরা পোল্যান্ডের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাই না।”
এদিকে, রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মস্কো-মিনস্ক যৌথ সামরিক মহড়া শুক্রবার শুরু হয়েছে, যাতে হাজারো সেনা অংশ নিচ্ছে।

ন্যাটোর নতুন কমান্ড সেন্টার

ন্যাটো মহাসচিব মার্ক রুটে শুক্রবার জানান, রাশিয়ার ড্রোনের মাধ্যমে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের পর পূর্ব ইউরোপে একটি নতুন কমান্ড সেন্টার চালু করা হচ্ছে। তিনি বলেন, “রাশিয়ার বেপরোয়া উড্ডয়ন কার্যক্রম আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে ক্রমশ বাড়ছে। আমরা রোমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার আকাশসীমা লঙ্ঘন হতে দেখেছি—সেটি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত—এগুলো বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।”

স্পেন ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে

স্পেন সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক মন্তব্যের জবাবে মাদ্রিদে ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার এক্স-এ দাবি করেছিল, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন।

ফ্রান্সে ম্যাক্রনের বিরুদ্ধে অভিশংসন দাবি

ফরাসি বামপন্থি দল লা ফ্রঁস ইনসুমিস–এর নেতা মাতিল্দ পানো এক্স-এ লিখেছেন, বিভিন্ন দলের ১০৪ জন সংসদ সদস্য ইমানুয়েল ম্যাক্রনের অপসারণের প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

তিনি আরও লিখেছেন, “ম্যাক্রনের সামনে এখন দুটি বিকল্প রয়েছে- হয় তাকে পদত্যাগ করতে হবে, নয়তো অভিশংসনের মুখোমুখি হতে হবে।”

সুদানে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ল

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতিক্রমে সুদানের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য নবায়ন করেছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ত্র আমদানি-রপ্তানিতে অবরোধ।

ট্রাম্প: চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, দুই দিন আগে নিহত রক্ষণশীল নেতা ও তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সন্দেহভাজন ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে।”

ইউরোপে মার্কিন চাপ: রাশিয়ার গ্যাস ব্যবহার বন্ধ করুন

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট শুক্রবার দাবি করেছেন, ইউরোপ আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে রুশ গ্যাসের পরিবর্তে মার্কিন গ্যাস ব্যবহার করতে পারবে। এছাড়া, যুক্তরাষ্ট্র হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে রাশিয়ার সঙ্গে গ্যাস ও পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।