‘বস্তুনিষ্ঠ সংবাদের ভরসা রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/letter-i100640-বস্তুনিষ্ঠ_সংবাদের_ভরসা_রেডিও_তেহরান’
আসসালামু আলাইকুম। সালাম এবং শুভ কামনা জানিয়ে শুরু করছি। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও পরিবারসহ ভালো আছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ৩০, ২০২১ ১১:২৫ Asia/Dhaka
  • ‘বস্তুনিষ্ঠ সংবাদের ভরসা রেডিও তেহরান’

আসসালামু আলাইকুম। সালাম এবং শুভ কামনা জানিয়ে শুরু করছি। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও পরিবারসহ ভালো আছি।

পরলিপি, আজকের (২৯ নভেম্বর) পুরো অনুষ্ঠান শুনলাম। খুব ভালো লাগলো প্রতিটি পর্ব।

ভালোবাসা আর মমতা মাখানো প্রতিটি পর্ব খুব যত্ন করে তৈরি করেন সেটা আমরা বুঝতে পারি। ভালোবাসা আর সম্মান বেড়ে যায় আপনাদের প্রতি।

বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত এবং কথাবার্তা খুব ভালো লেগেছে। প্রতিটি সাম্প্রতিক বিষয় দারুণভাবে বিশ্লেষণ করা হয়। বিশেষ করে আরব বিশ্বের খবরগুলোর জন্য আমরা মুখিয়ে থাকি সবসময়।

আর তাইতো শেষ বস্তুনিষ্ঠ সংবাদের ভরসা হচ্ছে ‘রেডিও তেহরান’। যা হোক নিরন্তর বার্তা প্রেরণের জন্য ধন্যবাদ।

আজকের প্রধান আকর্ষণ ‘প্রিয়জন’ বেশ ভালো লাগল। বন্ধুদের মেইলের মাধ্যমে আপনাদের জবাবে অনেক বিষয়ে আমাদের আগ্রহের খোরাক মেটে। এ পর্বের পাবনার বন্ধু আকমল হোসেনের সাক্ষাৎকারে জানলাম রেডিও তেহরানে তার ফিরে আসার গল্প। রেডিও তেহরান ফেসবুক লাইভের সন্ধান দেওয়ায় ভাতিজা জসিমসহ তাকে ধন্যবাদ জানাই।

ভালো লাগল বিধান চন্দ্র সান্যাল দাদার মেইল।

গত পর্ব অর্থাৎ ২২ নভেম্বর ২০২১ তারিখে প্রচারিত ‘প্রিয়জন’ অনুষ্ঠানে আমার সাক্ষাৎকার প্রচার করার জন্য ধন্যবাদ। তবে সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হওয়ায় নিশ্চয় অনেক বন্ধুর কষ্ট হয়েছে শুনতে। তবুও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালো থাকবেন নিশ্চয়! আল্লাহ সবার প্রতি সহায় হউন!! আমীন।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।