শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান শুনে টনসিল নিয়ে ভ্রান্ত ধারণা দূর হল'
মহাশয়, শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিনই শুনি আর অন্যদেরও শুনতে উৎসাহিত করি। আমার উৎসাহে এখন অনেকেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। আমি অনুষ্ঠান শুনে প্রতি সপ্তাহে ১/২ টি মেইলও করি।
আমার উৎসাহে যারা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছে তারাও মেইল করে মতামত দিচ্ছে। রেডিও তেহরানের ওয়েব সাইট পার্সটুডে ডটকমও নিয়মিত ভিজিট করি। প্রতিটি পোস্টে লাইক, মতামত ও শেয়ার করি।
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একটি অতীব গুরুত্বপূর্ণ সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্যকথা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেয়ে থাকি যা আমাদের খুবই উপকারে আসছে। এমন উপকারী অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের কাছে সত্যি সত্যিই আমরা কৃতজ্ঞ।
২৩ মার্চ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার জনাব এম মঈনুল হাফিজের কাছ থেকে টনসিল নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পেলাম। টনসিল নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা ছিল- তা এই আলোচনা থেকে দূর হয়ে গেল। টনসিল নিয়ে এখন আর কোনো ভয় আর থাকল না। টনসিল ফেলে দেওয়া যায় এবং তা কোনো সমস্যার কারণ হবে না জেনে উপকৃত হলাম। আগামীতে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে নাকের পলিপাস নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ শুনতে চাই।
ধন্যবাদান্তে-
বিধান চন্দ্র টিকাদার,
সভাপতি, গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব,
জলিরপাড়-৭৯১১, গোপালগঞ্জ, বাংলাদেশ,
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮