এপ্রিল ১২, ২০২২ ১১:৪৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান বাংলা বিভাগ প্রতিদিন বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে। কিছু শ্রোতা-পাঠক হয়ত শুধু খবরের জন্যই রেডিও তেহরান শোনেন, কিন্তু কিছু শ্রোতা-পাঠক আরো বাড়তি কিছু চান। তারা ইরান সম্পর্কে জানতে চান, ইসলামি বিশ্ব সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে জানতে চান। আর তাদের সে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা পুরণ করে যাচ্ছে রেডিও তেহরান বাংলা বিভাগ।

ইরান ও ইসলামি বিশ্ব সম্পর্কে জানার সুযোগ করে দেয়া এমনই একটি অনুষ্ঠান হল ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’। অনুষ্ঠানটির নাম ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’ হলেও, এটি শুধু যুদ্ধের ইতিহাস নয়, শুধু যুদ্ধের বর্ণনা নয়। বরং সমসাময়িক ইরানের চিন্তাধারা, মুসলিম বিশ্বের অপরাপর দেশগুলোর দৃষ্টিভঙ্গী এবং মুসলমানদের ব্যাপারে প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলোর কূটচাল বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে অনুষ্ঠানের প্রতিটি পর্বে।

আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মুসলিম দুনিয়া সম্পর্কে যারা চিন্তাভাবনা করেন, গবেষণা করেন, কথা বলেন, লেখালেখি করেন- তাদের প্রত্যেকেরই ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’ শীর্ষক অনুষ্ঠানটি শোনা উচিত অথবা ওয়েবসাইট থেকে পড়ে নেয়া উচিত। এ ধারাবাহিকের বিভিন্ন পর্বগুলো যেকোনো মুসলিম স্কলারকে তাঁর দৃষ্টিভঙ্গী সঠিকভাবে পরিচালিত করতে সহায়তা করবে।

৯ এপ্রিল, শনিবার অনুষ্ঠানের শেষ প্রান্তিকে ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’ ধারাবহিকটি প্রচারিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও আকতার জাহান।  এতে ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের সহযোগিতার বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়।

ইরাক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫০৯ নম্বর প্রস্তাব মেনে নেয়ার পর দু’দেশের মধ্যকার আট বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে। জাতিসংঘ এক তদন্ত শেষে যুদ্ধ শুরু করার জন্য ইরাককে দায়ী করে। এটি ইরানের জন্য আরেকটি বিজয়। এরপর জাতিসংঘ যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেয়। কিন্তু জাতিসংঘের ৫৯৮ নম্বর প্রস্তাবে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা না থাকায় সে ক্ষতি আদায় করা যায়নি।

ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পর ইরাক কুয়েত আক্রমণ করলে পশ্চিমা গণমাধ্যম এমন কিছু তথ্য প্রকাশ করে যে যা ইরাক কুয়েত আক্রমণ না করলেও কখনো জানা যেত না। এসব সংবাদ মাধ্যম পশ্চিমা দেশগুলোর ইরককে অযাচিত সমরাস্ত্র সহায়তার কথা প্রকাশ করে দেয়, প্রকাশ করে দেয় সৌদি সরকারের সাহায্যের কথা। এসব অজানা তথ্য আমাদেরকে জানান দেয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ