শ্রোতাদের মতামত
'প্রিয়জন শুনে মনে হচ্ছিল উপস্থাপকদের সাথে পাশে বসে আমরা যেন আড্ডা দিচ্ছি'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বর্তমানে যেসব আন্তর্জাতিক বেতার কেন্দ্র বাংলা ভাষায় এখনো অনুষ্ঠান প্রচার করছে, শ্রোতা সংখ্যার দিক দিয়ে তাদের সেরা রেডিও তেহরান। শুধু শ্রোতা সংখ্যা নয়, শ্রোতাদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও রেডিও তেহরান অনন্যসাধারণ্।
শ্রোতাদের সাথে যোগাযোগের জন্য চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ তো আছেই, এর বাইরেও ফেসবুক গ্রুপ, ফেসবুক পেইজ, মেসেঞ্জার গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শ্রোতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। আর সরাসরি ইন্টারেক্ট করতে পেরে শ্রোতারাও খুশি, আনন্দিত। ফলে তারা নব উদ্যমে নিয়মিত অনুষ্ঠান শুনছেন।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হয় তন্মধ্যে ‘প্রিয়জন’ সেরা অনুষ্ঠান। শ্রোতাদের চিঠিপত্র নিয়ে এ অনুষ্ঠানটি শুনার জন্য আমরা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করি। আজকেও তার বতিক্রম হয়নি।
৬ মার্চ সোমবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, চিঠিপত্রের আসর প্র্রিয়জন ও কথাবার্তা। প্রচারিত প্রতিটি পর্বই ছিল চমৎকার, যা আমাদের খুব ভালো লেগেছে। তবে আজকের অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ‘প্রিয়জন’।
প্রিয়জন উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ, আকতার জাহান ও আশরাফুর রহমান। তাদের তিনজনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি উপভোগ্য ও জীবন্ত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল উপস্থাপকদের সাথে পাশে বসে আমরা যেন আড্ডা দিচ্ছি।
প্রিয়জনে আজ যাদের চিঠি ছিল, তারা হলেন- সুলতান মাহমুদ সরকার, তরুণ মৈত্র, আলী আহমেদ আরিফ, শাহজালাল হাজারী, সুরজিৎ মাহান্তি, বিধান চন্দ্র টিকাদার, সহিদুল ইসলাম, কৃষ্ণ কর্মকার কৌশিক এবং এস এম নাজিম উদ্দিন
এছাড়া অনুষ্ঠানে 'আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকা'র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জুরুল অলম রিপনের সাক্ষাৎকার প্রচারিত হয়। তার সাক্ষাৎকারটিও ছিল সাবলীল। তিনি রেডিও তেহরান থেকে শ্রোতাদেরকে ই-কিউএসএল-এর পাশাপাশি প্রিন্টেড কিউএসএল প্রেরণের প্রস্তাব করেছেন। আমরা তার এ প্রস্তাবকে সমর্থন করি। আমরাও মনে করি, শ্রোতাদেরকে প্রিন্টেড কিউএসএল কার্ড পাঠানো হলে একদিকে যেমন নতুন শ্রোতা বাড়বে, তেমনি অন্যদিকে পুরাতন শ্রোতারা আরো আগ্রহ ভরে রেডিও তেহরান শুনবেন।
প্রিয়জনের শেষ দিকে মোস্তাগিছুর রহমান রতনের কণ্ঠে একটি আবৃত্তি প্রচারিত হয়। দারুণ ভালো লেগেছে তার আবৃত্তিটি। এমন চমৎকার একটি ‘প্রিয়জন’ উপহার দেয়ায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।