রেডিও তেহরানের সোনালি সময় ও সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i122852
সুপ্রিয় মহাশয়, শাশ্বত জীবনের খোঁজ দিয়ে চলেছে রেডিও তেহরান বাংলা। তারই  মধুর রসধারায় অমায়িক, নির্মল সুন্দর প্রশান্তি সুখ ও সমৃদ্ধির দ্বৈপায়নে সদা প্রেমময় আলোকোজ্জ্বল এক জীবন। আল্লাহকে ভালোবেসে তার কৃপা লাভ পাথেয় করে  এগিয়ে  চলাই জীবন। খোদাভীরু বা খোদা সচেতন ব্যক্তি জীবনে সবকিছু লাভ করে আল্লাহর কৃপায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৬, ২০২৩ ১৬:১৭ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সোনালি সময় ও সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে মতামত

সুপ্রিয় মহাশয়, শাশ্বত জীবনের খোঁজ দিয়ে চলেছে রেডিও তেহরান বাংলা। তারই  মধুর রসধারায় অমায়িক, নির্মল সুন্দর প্রশান্তি সুখ ও সমৃদ্ধির দ্বৈপায়নে সদা প্রেমময় আলোকোজ্জ্বল এক জীবন। আল্লাহকে ভালোবেসে তার কৃপা লাভ পাথেয় করে  এগিয়ে  চলাই জীবন। খোদাভীরু বা খোদা সচেতন ব্যক্তি জীবনে সবকিছু লাভ করে আল্লাহর কৃপায়।

৫  মে  সোনালী সময় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তারুণ্য ও যৌবনের কয়েকটি  বৈশিষ্ট্য  নিয়ে আলোচনা শুনলাম। খুবই আকর্ষণীয় লাগল। তারুণ্য দ্রুত গতিতে এগিয়ে  চলে  ও দ্রুত বিলুপ্ত হয়ে যায়। সুযোগ আসে ও যায়। ভালো কাজের সুযোগ ও আধ্যাত্মিক উন্নতির সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বয়সন্ধিকাল মানব ব্যক্তিত্ব গঠনের একটি সংবেদনশীল পর্যায়। মানুষের ব্যক্তিত্ব গঠন জীবনের প্রথম দিন থেকে শুরু হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত চলে। কীভাবে তরুণ ও যুবকরা সমাজে ভূমিকা রাখবে এবং কীভাবে তারা সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তুলবে তা জানা জরুরি। কারণ তা  মানুষের আচরণকে প্রভাবিত করে।

যুবসমাজ স্বাধীন ব্যক্তিত্বের অনুভূতি নিয়ে সমাজে উপস্থিত হয়। এ সময়টি তাদের জীবনের একটি সংবেদনশীল অধ্যায়। যদি তা বাস্তবতা, সচেতনতা, প্রজ্ঞা ও শিক্ষার সমন্বয়ের সঙ্গে মিলিত হয়। তবে তাদের জীবনে পরিবর্তন আসে। প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক, স্বভাব, আবেগ, রুচি স্বতন্ত্র হতে পারে। মানুষের সোনালী সময় তার যৌবন। এই  সময়কে যে কাজে লাগাতে পারে বাকি  জীবনটা তার কাছে সুন্দর হয়ে ওঠে। অবশ্য খোদা সচেতন হয়ে থাকাও জরুরি। মানুষের মধ্যে কথা, নীরবতা, স্বভাব, ব্যক্তিত্ব, চিন্তা, চেতনা, মানসিকতা সর্বোপরি সামাজিক  সম্পর্কের ধরণ ফুটে ওঠে তার যৌবনে। তরুণ ও যুবসমাজের ব্যক্তিত্বে এবং বৈশিষ্ট্যে রয়েছে স্থিতিশীলতা। সময়কে কাজে লাগানোর গুরুত্ব আরোপ করে  যুক্তি ও প্রজ্ঞার ধর্ম ইসলাম। মহানবী (সা) বলেছেন বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দেওয়া শেখা তথা যৌবনকে কাজে লাগানো। শৈশবের চপলতা, একরোখা ভাব, চঞ্চলতা, তাড়াহুড়ো যৌবনে কমে আসে। নিজেকে চেনা ও জানা যুবসমাজের জরুরি।

আমিরুল মুমিনিন হযরত আলী (আ) বলেছেন, কোনো কিছু হারিয়ে ফেলে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। অথচ প্রকৃতি বা আত্মাকে  জানা  বা  ফিরে  পাওয়ার ব্যাপারে উদাসীন। মানুষের সুবিধাবাদ, অলসতা, আরামপ্রিয়তা, অদূরদর্শিতা, অধ্যবসায়, বুদ্ধিমত্তা  ধৈর্য্য, কর্মপ্রিয়তার  মতো দুই  বিপরীত স্বভাবের দ্বন্দ্ব চলে। তারুণ্যের ধর্ম শেষোক্তগুলি।

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেনী যুবকদের প্রশ্নের উত্তরে বলেছেন- তাদের যোগ্যতা, অসাধ্য সাধনের ব্যাপারে তাদের আদর্শমুখী আত্ম সচেতন আত্মবিশ্বাসী আধ্যাত্মিক মূল্যবোধ, সাহসী সৃষ্টিশীল, কর্মমূখী উদ্যোমী হতে সমাজকে এগিয়ে আসতে হবে। পরিশেষে বলা যায়- জীবনের সবচেয়ে দামী বস্তু যৌবন।

একইদিন 'সুন্দর জীবন' অনুষ্ঠানে লিখিত যোগাযোগ নিয়ে ভিন্ন স্বাদের অনুষ্ঠানটি সুন্দর লাগল। লিখিত যোগাযোগের ক্ষেত্রে লেখার দক্ষতা থাকা জরুরি। যা লিখছি যাকে লিখছি তা যেন বোধগম্য হয়। তাহলেই লেখা সার্থক। লেখার আগে কী লিখব ভাবতে হবে। লেখা হবে সংক্ষিপ্ত। জটিল বিষয় একটু বড় করে লিখতে হবে। গণমাধ্যমে লিখতে হলে সতর্ক হয়ে খসড়া লিখে পরে পরিষ্কার করে লিখতে হবে। এক্ষেত্রে বানান শুদ্ধ করে ব্যাকরণ শুদ্ধ করে তথ্য সঠিকভাবে বিষয়ের প্রতি নজর দিয়ে লিখতে হবে। যার উদ্দেশ্যে লেখা তার শিক্ষাগত যোগ্যতা জ্ঞান সচেতনতা সম্পর্কে ধারণা রাখা জরুরি। ছোটো ছেলেমেয়েদের ডিসগ্রাফিয়া হলে নানা কৌশলে লেখা শেখালে পড়া মুখস্থ করতে পারে অনেকসময়। লেখা মনের অভিব্যক্তি  জাগিয়ে তোলে। সবদিক দিয়ে বলা যায় লেখা উত্তম গুণগুলোর একটি।

 

নমস্কারান্তে

দেবাশীষ গোপ

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫