মে ২৮, ২০২৩ ১৯:৫৬ Asia/Dhaka
  • 'টেলিগ্রাম চ্যানেলে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে ভালো লাগছে'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের সকল শ্রোতা ও কলাকুশলীকে জানাই আমার পক্ষ থেকে মধুমাস জৈষ্ঠের শুভেচ্ছা। আশা নয় বিশ্বাস- আপনারা সবাই ভালো আছেন।

আমি রেডিও তেহরান-এর একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। আজও সাথে আছি আপনাদের। আপনাদের পরিবেশিত সকল অনুষ্ঠান আমি নিয়মিতভাবে শুনে থাকি। তবে নিয়মিত লেখা হয়ে ওঠে না। রেডিও তেহরানের কিছু কিছু অনুষ্ঠান টেলিগ্রামের মাধ্যমে শুনতেও দেখতে পাচ্ছি যা আমার কাছে অসাধারণ লাগছে।

ইসলামী প্রজাতন্ত্রের ৮৬তম নৌবহর দীর্ঘ সমুন্দ্র যাত্রায় বিশ্ব পরিভ্রমণ শেষে নিজেদের পানি সীমায় ফিরে এসেছে এই অনুষ্ঠান শুনলাম খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই রেডিও তেহরান পরিবারকে।

টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা ইরানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ভূগর্ভস্থ নুশাবাদ শহর সংক্রান্ত ভিডিও প্রতিবেদনটি খুবই ভালো লেগেছে।

গত ২২ মে'র প্রিয়জন অনুষ্ঠান শুনলাম। অসাধারণ বাচনভঙ্গির সাথে সকল চিঠির উওর দিয়েছেন জনাব আশরাফুর রহমান, আকতার জাহান এবং নাসির মাহামুদ। ধন্যবাদ জানাই সকলকে।

আবার গত ২৩ মে টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও থেকে জানলাম যে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরনার্থী শিবিরে বর্বর ইহুদীবাদী সেনাদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনী শহীদ হয়েছেন। খুবই মর্মাহত হলাম ভিডিওটি দেখে। টেলিগ্রামে নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

 

শুভেচ্ছান্তেঃ

মোঃ জাহাঙ্গীর আলম

প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ডিএক্স ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব।

গ্রাম: বিনোদ পুর, ডাক: মচমইল

উপজেলা: বাগমারা, জেলা: রাজশাহী

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

ট্যাগ