জুন ০৬, ২০২৩ ১৭:৫৬ Asia/Dhaka
  • রেডিও তেহরানের দুই দিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত ও একটি প্রস্তাব

প্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম। আশা নয়, বিশ্বাস করি সবাই ভালো আছেন। আমি রেডিও তেহরানের প্রত্যেকটি শুনি এবং অন্যদেরকে শুনতে উৎসাহ প্রদান করি। রেডিও তেহরানের সকল অনুষ্ঠান আমার খুবই প্রিয়। তবে বেশ কয়েকটি অনুষ্ঠান মনকে আকৃষ্ট করেছে।

২৭ মে শুক্রবার প্রতিদিনের মত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা প্রচারিত হয়েছে। ওইদিন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে প্রচারিত ইরানের নৌবাহিনী বহরের সাফল্য এবং বাংলাদেশ প্রসঙ্গ ঢাকার প্রতিনিধি বাদশাহ রহমানে প্রতিবেদন দুটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওই দুটি প্রতিবেদন শুনে আমি নিজেও যেমন অনেক তথ্য জানতে পেরেছি তেমনি আমার ক্লাবের সদস্যরাও জানতে পেরেছেন।

ওইদিন যে অনুষ্ঠানটি আমাদের ক্লাবের সকলেরই মন ছুয়েছে তা হল- 'জ্ঞান- বিজ্ঞানের ইরানিদের অবদান' শীর্ষক ধারাবাহিক আলোচনা। এই অনুষ্ঠানে দুইজন খ্যাতনামা মনীষী ও চিকিৎসা বিজ্ঞানী অর্থাৎ আবু জাকারিয়া ইয়াহিয়া বিন মাসজি ও সৈয়দ ইসমাঈল জর্জানির জীবনী সম্পর্কে তুলে ধরা হয় যা আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে এবং আমরা অনেক জ্ঞান লাভ করেছি। 

এরপর গত ২৮ মে তারিখে প্রচারিত 'সোনালি সময়' অনুষ্ঠানটি সকলের মন কেড়েছে। এই পর্বে কিভাবে সুন্দর জীবন গঠন করতে হবে, কী করলে সঠিক জীবন পরিচালিত হবে সে সম্পর্কে সুন্দর ধারনা তুলে ধরা হয়। সুন্দর জীবন গঠন সম্পর্কে হযরত মুহাম্মদ (সা.) কী বলেছেন তাও আলোচনা করা হয় অনুষ্ঠানে।

বর্তমান সময়ে কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান শুনতে আগ্রহী। সপ্তাহে একদিন 'ক্রীড়াঙ্গন' নামে একটি অনুষ্ঠান চালু করার জন্য রেডিও তেহরানের কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি।

আবার‌ও সবার সুস্বাস্থ্য কামনা ও মঙ্গল কামনা করে শেষ করছি।  

 

ধন্যবাদান্তে,

মিয়া মোহাম্মদ ছিদ্দিক

সভাপতি,কটিয়াদী বেতার বন্ধু পরিষদ,

ও ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ।

গ্রামঃ চরঝাকালিয়া, পোঃ জালালপুর,

থানাঃ কটিয়াদী, জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ