জুন ০৭, ২০২৩ ১৭:৪১ Asia/Dhaka
  • 'যুগোপযোগী অনুষ্ঠানের জন্য রেডিও তেহরান সবার হৃদয় জয় করে নিয়েছে'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। একসময় প্রচলিত ছিল যে, জ্ঞানই শক্তি। কিন্তু এখন এটি সর্বজনবিদিত যে, তথ্যই শক্তি। এছাড়া দুনিয়াকে জানার জন্য, বোঝার জন্য এবং নিজের সিদ্ধান্ত নেয়ার জন্য তথ্য দরকার। রেডিও তেহরান আমাদের মাঝে নিরন্তর সে তথ্য বিতরণ করে চলছে।

প্রতিদিন আমরা দেশ-বিদেশের খবর পেয়ে থাকি রেডিও তেহরান থেকে। পেয়ে থাকি ইরান বিষয়ক নানা তথ্য। অধিকন্তু জীবনকে সুন্দর করে গড়ে তুলার পরামর্শও পাই এ বেতার কেন্দ্রটি হতে, পাই ইসলামকে জানার সুযোগ। এতকিছুর সমাহার যে রেডিও তেহরান সে বেতার কেন্দ্রের জনপ্রিয়তা দিন দিন যে বাড়বে তাতে কোন সন্দেহ নেই।

বৈচিত্র্যময় ও যুগোপযোগী অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগ সবার হৃদয় জয় করে নিয়েছে।

আজকাল শ্রোতারা শুধু রেডিও তেহরানের অনুষ্ঠানই শুনছেন না, তারা পার্সটুডে ওয়েবসাইটও ভিজিট করছেন। এতে সব ধরনের তথ্য পাওয়া যায়। ওয়েবসাইট থেকে শুধু পড়া যায়না, প্রয়োজনে তা কপি করা যায়, সংরক্ষণ করা যায়।

নানামুখী তথ্য প্রচারের কারণে আইআ্ররআইবি (ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং) বিশ্বের সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রেডিও তেহরানের শ্রোতা হিসেবে এটি আমাদের জন্য গর্বের, গৌরবের।   

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

 

ট্যাগ