শ্রোতাদের মতামত
'ফারাবীর জীবন ও কর্ম সম্পর্কে অবগত করানোর প্রয়াসকে কুর্নিশ জানাই'
আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ (২ সেপ্টেম্বর) শনিবারের ধারাবাহিক আয়োজন 'অমর মনীষী আল ফারাবী' অনুষ্ঠানটি উপভোগ করলাম। মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ 'অমর মনীষী আল ফারাবি'র জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে নব-সংযোজিত এই অনুষ্ঠান একটি 'জ্ঞানের আকর' বলে মনে করি।
ফারাবি ছিলেন বিরল একজন মনীষী এবং তার সময়কাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পরবর্তী চিন্তাবিদদের চিন্তাধারায় তিনি গভীর প্রভাব রেখে যেতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন চিন্তাবিদদের ওপর ফারাবির প্রভাব ছিল অপরিসীম। তাঁর চিন্তাধারা দিয়ে তিনি ইসলামি সভ্যতা বিকাশের ক্ষেত্র বা পরিবেশ তৈরিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়।
ফারাবির চিন্তাধারার প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম ও দর্শনের মধ্যে সংযোগ স্থাপন। তিনি বিশ্বাস করতেন, ইসলাম ধর্ম এবং গ্রীক দর্শনের মধ্যে তেমন কোন পরস্পর বিরোধিতা নেই এবং সামান্য কিছু পার্থক্য যদি থেকেও থাকে তা একান্তই বাহ্যিক এবং সেটাকেও দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফারাবির উপাধি ছিল 'মোয়াল্লেম সানি' বা 'দ্বিতীয় শিক্ষক' যাকে ইসলামি দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। মুসলিম বিশ্বে গ্রিক যুক্তিবিদ্যার অনুপ্রবেশে তিনি ভূমিকা রাখেন। অনেক ইতিহাসবিদ ও লেখক তাকে সবচেয়ে বড় মুসলিম দার্শনিক হিসেবে অভিহিত করেছেন। কোথাও কোথাও 'দে ফু' এর মতো প্রাচ্যবীদরা ফারাবিকে ইবনে সিনার চাইতেও বড় মাপের দার্শনিক হিসেবে উল্লেখ করেছেন।
এমন একজন অসামান্য দার্শনিক ও চিন্তাবিদ এর জীবন ও কর্ম সম্পর্কে অবগত করানোর জন্যে রেডিও তেহরান-এর এই প্রয়াসকে সাধুবাদ জানাই।
সত্যি বলতে কি, এমন একজন মুসলিম চিন্তাবিদ সম্পর্কে আমাদের জানার পরিধি ছিল শূন্য! সেই শূন্যের ঝুলিতে একটু হলেও জানার পরিধি বাড়াতে রেডিও তেহরানের এই সহায়তার পরশ আমাদের মুগ্ধ করেছে। আশা করি এই মুগ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুভেচ্ছান্তে,
এস এম নাজিম উদ্দিন
ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২