'প্রিয়জন-এর আরো একটি চমৎকার ও জমজমাট আসর উপভোগ করলাম'
https://parstoday.ir/bn/news/letter-i128766-'প্রিয়জন_এর_আরো_একটি_চমৎকার_ও_জমজমাট_আসর_উপভোগ_করলাম'
আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল শরতের নীল আকাশের শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৫:০১ Asia/Dhaka
  •  'প্রিয়জন-এর আরো একটি চমৎকার ও জমজমাট আসর উপভোগ করলাম'

আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল শরতের নীল আকাশের শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে 'প্রিয়জন'-এর আরো একটি চমৎকার, জমজমাট আসর উপভোগ করলাম। গাজী আব্দুর রশিদ ভাই, নাসির মাহমুদ ভাই ও আশরাফুর রহমান ভাইয়ের অনবদ্য পরিবেশনায় শ্রোতানন্দিত এ অনুষ্ঠান সকল শ্রোতার প্রিয় একটি আসর। বরাবরের মতই আশরাফ ভাইয়ের হাদীস/বাণী শোনানোর ধারাবাহিকতায় আজ হযরত ইমাম মুসা রেজা (আ.)-এর বাণী 'হাস্যোজ্জ্বল চেহরা'র গুরুত্ব উপলব্ধি করলাম।

আসরের প্রথমেই আমার নিজের একটি মেইল পড়ে শোনানোর পাশাপাশি আমার প্রশ্নের উত্তর দেবার জন্যে ধন্যবাদ জানাই। এর সাথে আরও চারটি মেইল-এর প্রাপ্তি সংবাদ ও দিলেন। আশা করি এগুলোও পরবর্তী কোন আসরে পড়ে শোনাবেন অথবা পার্স টুডেতে প্রকাশের অনুমতি দেবেন।

ভারত থেকে নিজের ছাড়াও এদিন আরো তিন জন (নিজামউদ্দিন শেখ, দেবাশীষ গোপ, সহিদুল ইসলাম) ও বাংলাদেশ থেকে তিনজন (যুবরাজ চৌধুরী, মোবারক হোসেন ফনি, মিয়া মোহাম্মদ সিদ্দিক) শ্রোতাবন্ধুর চমৎকার সব মেইল পড়ে শোনানো হলো। এর সাথে বিভিন্ন দেশের ১১ জন শ্রোতা বন্ধুর পাঠানো রিসেপশন রিপোর্ট-এর প্রাপ্তি নিশ্চিত করেছেন। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

আজকের প্রিয়জন-এ সাক্ষাৎকার ছিল, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিনুর রহমান লিমনের। বেশ ভালো লেগেছে লিমন ভাইয়ের কথাগুলো। তার প্রত্যাশা, রেডিও তেহরান যেন সহজেই যে কেউ শুনতে পারে তেমন ব্যবস্থা চালু করা হোক। আমরাও তেমনটিই প্রত্যাশা করি।

অনুষ্ঠানের শেষ প্রান্তে জনাব শরীফ বাইজিদের কণ্ঠে 'সিরাজুম মুনিরা' কবিতার চমৎকার আবৃত্তি শুনতে শুনতে হারিয়ে গেলাম অন্য জগতে। হটাৎ খেয়াল হলো অনুষ্ঠান শেষ!

আপনাদের মতে এই অনুষ্ঠানের সময় এক্ষুণি বাড়ছে না বা দিন ও নয়! তাহলে আমরা এমন ভাবেই শুনতে থাকি ' শেষ হয়েও হইলো না শেষ ' এর মতো।

 

শুভেচ্ছান্তে -

 

এস এম নাজিম উদ্দিন

বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০