সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২১:০৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা,আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি গাজী আব্দুর রশীদ এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আহলে বাইতের অষ্টম ইমাম হযরত আলী ইবনে মূসা আর-রেজা (আ.) বলেছেন, নিশ্চয়ই তোমরা ধন-সম্পদ ব্যয় করে কখনো মানুষকে খুশি করতে পারবে না, তাই হাস্যোজ্জ্বল চেহারা ও উত্তম সাক্ষাৎ দানের মাধ্যমে তা করার চেষ্টা করো।

গাজী আব্দুর রশীদ:  মানুষকে খুশি করার উপায় সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন। ১৮ সেপ্টেম্বর আসা এই মেইলটির আগে আরও ৪টি মেইল পাঠিয়েছেন তিনি।

 নাসির মাহমুদ: তাহলে কি আজকের আসরে পাঁচটি চিঠিই পড়া হবে?

গাজী আব্দুর রশীদ:  তা কী করে সম্ভব? পাঁচটি চিঠি পড়তে গেলে তো আসরের অর্ধেক সময়ই চলে যাবে।

আশরাফুর রহমান: আব্দুর রশীদ ভাই একদম ঠিক বলেছেন। একটি আসরে একজনের একটির বেশি চিঠি পড়া সত্যিই কঠিন। যাইহোক, আমি নাজিম ভাইয়ের পাঠানো শেষ চিঠিটি পড়ছি। বাকিগুলো গুরুত্ব অনুযায়ী পার্সটুডেতে প্রকাশ করা হবে। নাজিম ভাই লিখেছেন, বরাবরের মতোই ১৮ই সেপ্টেম্বর শ্রোতানন্দিত ও জনপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন ' আসরটি উপভোগ করলাম। ভারত ও বাংলাদেশের গুণী শ্রোতা বন্ধুদের পাঠানো মেইলগুলো শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে যায়, বুঝতেই পারি না। আমার মনে হয় এই অনুষ্ঠানের সময় বাড়ানো প্রয়োজন। অথবা সপ্তাহে দুই দিন প্রিয়জন প্রচার করা উচিত। পূর্বে কিন্তু সোমবার এবং শুক্রবার এই দুই দিন প্রিয়জন অনুষ্ঠান প্রচার করা হতো!”

নাসির মাহমুদ: প্রিয়জনের সময় বাড়ানো কিংবা সপ্তাহে দুইদিন প্রচার করার কোনো প্রস্তাবই এ মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব হয়। ভবিষ্যতে অনুষ্ঠানের সার্বিক সময় বাড়লে আমরা অবশ্যই তা বিবেচনা করব।

গাজী আব্দুর রশীদ:  নাজিমউদ্দিন ভাইয়ের চিঠি কিন্তু এখনও শেষ হয়নি। তিনি কয়েকটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন-ইরানের মোট সুন্নি মসজিদের সংখ্যা কত? তেহরান শহরেই বা কতগুলো সুন্নি মসজিদ আছে? ইরানে কি কোন হিন্দু মন্দির আছে? জানার অপেক্ষায় রইলাম।

আশরাফুর রহমান: ইরানের মোট জনসংখ্যার ৯০ ভাগ শিয়া এবং প্রায় ১০ ভাগ সুন্নি মুসলমান। সারা ইরানে সুন্নি মুসলমানদের পরিচালিত বা তাদের নিজস্ব ১৫ হাজার মসজিদ রয়েছে। বর্তমানে তেহরানে সুন্নি ভাইদের নিয়ন্ত্রিত মসজিদের সংখ্যা ৯টি।

নাসির মাহমুদ: নাজিম ভাইয়ের শেষ প্রশ্নের উত্তরে বলছি- ইরানের মোট জনসংখ্যার ০.১ শতাংশের কম হিন্দু ধর্মাবলম্বী। দেশটির বন্দর আব্বাস ও জাহেদানে দুটি হিন্দু মন্দির রয়েছে। এগুলো ঊনবিংশ শতাব্দীতে নির্মাণ করা হয়।

গাজী আব্দুর রশীদ:  নাজিম ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি তার কৌতুহল মিটেছে। তো নিয়মিত চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি লিখেছেন, "রেডিও তেহরান পরিবারের সবাইকে বাংলাদেশ থেকে ভাদ্র মাসের পাকা তালের শুভেচ্ছা জানাই। যদিও আমার জানা নেই যে,ইরানে আমাদের দেশের মতো সুস্বাদু এবং মজাদার তাল পাওয়া যায় কিনা! জানাবেন আশা করি।

আশরাফুর রহমান: ভাদ্র মাসের পাকা তালের শুভেচ্ছার জন্য যুবরাজ ভাইকে ধন্যবাদ। মাঝে মাঝে এমন ব্যতিক্রমী শুভেচ্ছা পেলে তালের পিঠা খাওয়ার স্বাদ কিছুটা হলেও মিটে যায়। কারণ ইরানে তালের গাছ নেই, তালও পাওয়া যায় না।  

নাসির মাহমুদ: আফসোস করবেন না আশরাফ ভাই। একদিন হয়তো ইরানেও তালের চাষ হবে। যাইহোক যুবরাজ ভাই আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু লিখেছেন কি?

গাজী আব্দুর রশীদ: যুবরাজ ভাই কয়েকটি বিষয়ে তার মতামত জানিয়েছেন। বিশ্বসংবাদ সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানে প্রচারিত বিশ্ব সংবাদের সারমর্ম গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বিশ্বের কোথায় কী ঘটল, তার বৃত্তান্ত শুনতে আমাদের আগ্রহ আরো বাড়তে থাকে। একটি মুক্ত সংবাদমাধ্যম হিসেবে একমাত্র রেডিও তেহরানই সঠিক সংবাদ প্রচারে সবসময় নিরপেক্ষতা বজায় রাখে। যা অন্যকোনো বেতার থেকে আশা করা দুস্কর।

আশরাফুর রহমান: এরপর যুবরাজ ভাই তার ভালো লাগার কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত মতামত জানিয়েছেন। অনুষ্ঠানগুলো হলো- কথাবার্তা, রংধনু আসর, নারী: মানব ফুল, কুরআনের আলো, প্রিয়জন এবং স্বাস্থ্যকথা।

নাসির মাহমুদ:  যুবরাজ চৌধুরী ভাইকে ধন্যবাদ ২৬৮ শব্দের বড়সড় এই চিঠিটির জন্য। আশা করি মাঝেমধ্যে আপনার ইমেইল পাব।

নাসির মাহমুদ:  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে ফেমিলি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। 

তিনি লিখেছেন, “রেডিও তেহরানের গত ১২ সেপ্টেম্বর তারিখের অনুষ্ঠান শুনলাম। এদিনের দর্পন অনুষ্ঠানে জাপান ও ভিয়েতনামের পর আফগানিস্তান ও ইরাকে সভ্যতার মুখোশধারী মার্কিনীদের সহিংসতার কথা জানলাম। ইরাকের একটি গ্রামে ১৬ বছরের একটা মেয়েকে তার বাবার সামনে মার্কিনীদের ধর্ষণের ঘটনা আমাকে ব্যথিত করেছে। পাশাপাশি মার্কিন কারাগারে ইরাকি পুরুষ বন্দীদের উপর যে নির্মম, নিষ্ঠুরতম অমানসিক অত্যাচার চালানো হয়েছে তা শুনে আমি হতবাক হয়ে গেছি। রেডিও তেহরান না শুনলে হয়তো কোনদিনও এই ঘটনা জানতে পারতাম না। মূল্যবান ও তথ্যবহুল অনুষ্ঠানটির জন্য অসংখ্য ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ: ভাই নিজামুদ্দিন সেখ, আপনাকেও আন্তরিক ধন্যবাদ দর্পন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য। আশা করি এভাবেই রেডিও তেহরানের সাথে থাকবেন।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগরদিঘীর আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। তিনি 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক।

ফনি ভাই লিখেছেন, 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ প্রতিষ্ঠার পর থেকে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির উপায় নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সেইসাথে পরস্পরের সঙ্গে গড়ে উঠেছে নিঃস্বার্থ এক মেলবন্ধন। আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আগের স্বর্ণযুগের বেতারের ন্যায় দেখতে পাচ্ছি। শ্রোতা বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশায় চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন্ধু।

আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মন্তব্যের জন্য মোবারক হোসেন ফনি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান বাংলা সত্যের পূজারী। ইসলাম ও বহির্বিশ্বের নানাবিধ পরম্পরা জানা যায় তার সুন্দর অনুষ্ঠানের  মাধ্যমে। ১৪ সেপ্টেম্বর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওফাত ও তাঁর নাতি ইমাম হাসানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মন দিয়ে শুনলাম। অনুষ্ঠানের ভাবগম্ভীর উপস্থাপনা মনকে নাড়া দিয়ে গেল। তাদের সুন্দর আধ্যাত্মিক  চেতনা ও ইসলাম ধর্মকে পুনরুজ্জীবিত করার মহান কর্ম সম্বন্ধে জেনেও ভালো  লাগল।”

নাসির মাহমুদ:  ভাই দেবাশীষ গোপ, আদর্শ মহামানব হযরত মুহাম্মদ (আ.) এবং তাঁর প্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)-এর জীবন ও কর্ম সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের এক শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক:

নাসির মাহমুদ: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থেকে সহিদুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি।

চিঠির শুরুতেই তিনি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাভাই ও বোনকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। এরপর লিখেছেন, “রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত 'সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে ধারাবাহিক 'সুন্দর জীবন' অনুষ্ঠানের- ৫৬তম পর্বে ইন্টারনেটের অনলাইনে যোগাযোগের সঠিক ব্যবহার সম্বন্ধে জানতে পেরে খুবই উপকৃত হলাম। অনুষ্ঠানটি থেকে জানতে পারলাম যে, অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কী ধরণের সতর্কতা অবলম্বন করা উচিত। ইন্টারনেটে যোগাযোগের সঠিক ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করায় রেডিও তেহরান বাংলা বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

আশরাফুর রহমান: ভাই সহিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ মতামত জানিয়ে ইমেইল পাঠানোর জন্য।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশ কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন মিয়া মোহাম্মদ ছিদ্দিক।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান একদিন না শুনতে পারলে বা মিস করলে যেন একজন বন্ধু হারিয়ে ফেলেছি। তাই প্রতিদিন রেডিও তেহরান শোনা আমার অভ্যাসে পরিণত হয়েছে।” গত ২০ আগস্ট রবিবার সাপ্তাহিক আয়োজন ‘নারী: মানব ফুল’এবং ‘সোনালী সময়’ অনুষ্ঠানটি তাকে অনুপ্রাণিত ও মুগ্ধ করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন।

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে সুন্দর মতামতের জন্য মিয়া মোহাম্মদ ছিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর ইমেইলের প্রাপ্তিস্বীকার করব যারা আমাদের কাছে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক
  • ঢাকা সেনানীবাস থেকে সোহেল রানা হৃদয়
  • কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে মো. শাহাদত হোসেন
  • চাঁপাই নবাবগঞ্জ থেকে আবদুল মান্নান

নাসির মাহমুদ: ভারতসহ অন্যান্য দেশ থেকে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তারা হলেন-

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএস নাজিমউদ্দিন
  • পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য
  • নদীয়া থেকে আল-মিন সেখ হিরামন
  • জাপানের চিবা-কেন থেকে ইসাও ইয়ামানাকা
  • উরুগুয়ের মোনটেভিডেও থেকে গাব্রিয়েল গোমেজ
  • এবং স্পেনের ভাল্লাদোলিদ থেকে জুয়ান কারলোস পেরেজ

আশরাফুর রহমান: শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে রয়েছে একটি আবৃত্তি। কবি ফররুখ আহমদ-এর ‘সিরাজাম মুনীরা’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেছেন শরীফ বায়জীদ মাহমুদ। (কবিতা)

গাজী আব্দুর রশীদ: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কবিতাটি শুনলেন। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।

নাসির মাহমুদ: কথা হবে প্রিয়জনের আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন-খোদা হাফেজ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ