শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের আয়নায় বাস্তব জীবনের সকল চিত্র প্রস্ফুটিত হয়'
জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেখতে দেখতে ২০২৩ সন আমাদের থেকে বিদায় নিতে চলছে। ভালো-মন্দ, সফলতা ব্যর্থতা কিংবা জয়- পরাজয়ের সার্বিক হিসাব-নিকাশের বিচারে আমরা কে কতটুকু এগিয়ে কিংবা পিছিয়ে, জানি না। তবে নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা মহান আল্লাহ তায়ালার কাছে সে প্রত্যাশা রেখে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা 'শুভ নববর্ষ'।
রেডিও তেহরান হচ্ছে হৃদয়ের আয়না। যে আয়নায় বাস্তব জীবনের সকল চিত্র প্রস্ফুটিত হয়। আমার মতে, রেডিও তেহরানের সব অনুষ্ঠান সব বয়সের সব মানুষের জন্য উপযোগী এবং উপকারী।
রেডিও তেহরানের প্রাত্যহিক অনুষ্ঠানগুলো মানুষকে দেয় প্রাণ চাঞ্চল্যতা, কর্মে বাড়ায় শক্তি এবং জ্ঞানের বাড়ায় পরিধি। সকলের মাঝে গড়ে তোলে বন্ধুত্বের সুবর্ণ সুযোগ। তাইতো রেডিও তেহরানের অনুষ্ঠান আজ সকলের কাছে প্রিয়।
রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে- সুন্দর জীবন অনুষ্ঠান।
সুন্দর জীবন অনুষ্ঠানটি মানুষের জীবনের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে জীবনকে সুন্দর করে গড়তে সহায়তা করে। এ অনুষ্ঠানের প্রতিটি কথাই উপদেশমূলক, যা মেনে চললে মানুষের জীবন হবে ত্রুটিমুক্ত।
গত ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে শ্রদ্ধেয় সোহেল আহমেদ ভাই ও আক্তার জাহান আপার উপস্থাপনায় সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনছিলাম। ঐ দিনের আলোচ্য বিষয় ছিল অলসতা দূর করা সম্পর্কিত। যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অলসতা মানুষ জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত; যা মানব জীবনের সফলতার অন্তরায়। এই অলসতাকে বর্জন করেছেন যেজন সফল হয়েছেন সেইজন। তাই জীবনে সফলতা অর্জন করতে বর্জন করতে হবে অলসতাকে।
উক্ত অনুষ্ঠানে জানতে পেরেছি অলসতাকে দূর করতে প্রয়োজন কাজের অভ্যাস করা। আর এ অভ্যাস গড়তে কাজ করতে হবে কমপক্ষে ২১ দিন। এছাড়াও জানতে পেরেছি অলসতাকে দূর করতে এবং সফলতা অর্জন করতে যখনকার কাজ তখনই করতে হবে, কোন কাজ আগামী দিনের জন্য ফেলে রাখা যাবে না এবং কাজের পরিকল্পনা আগের রাতেই করতে হয়। এ সবই ছিল উপদেশমূলক। আর উপদেশ জ্ঞানীরাই গ্রহণ করে। তাই পরিশেষে বলতে চাই- আসুন, রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি এবং সুন্দর জীবন গড়ি। আগামী সুন্দর জীবন অনুষ্ঠানে পোশাক বিষয়ে একটি অনুষ্ঠান করার অনুরোধ জানাচ্ছি।
প্রেরক
ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ
বুড়িরহাট, রংপুর সিটি, রংপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬