শ্রোতাদের মতামত
জনপ্রিয় সব মাধ্যমেই সরব উপস্থিতি নিশ্চিত করেছে রেডিও তেহরান
আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল ঈসায়ী নতুন বছরের একরাশ উষ্ণ শুভেচ্ছা। বর্তমান রেডিওর জগতে স্বমহিমায় রেডিও তেহরান দুই বঙ্গের শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছে। যেখানে বিশ্বের তাবড় তাবড় বেতার সংস্থা শর্টওয়েভ বেতার সম্প্রচারের ইতি ঘটিয়ে ডিজিট্যাল জগতে পাড়ি জমিয়েছে; সেখানে রেডিও তেহরান যুগের চাহিদা অনুযায়ী ডিজিট্যাল জগতের পাশাপাশি শর্টওয়েভ সম্প্রচারের ধারা অব্যাহত রেখেছে এটাই সব চেয়ে বড় প্রাপ্তি।
ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্ব মোড়লদের চোখ রাঙানিকে উপেক্ষা করে, শত শত নিষেধাজ্ঞাকে বিফল করে বিশ্ব শোষকদের একতরফা প্রচারণার বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রচার অব্যাহত রেখেছে। পাশ্চাত্যের মিথ্যা প্রচারণা ও একতরফা খবরের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলে ধরছে রেডিও তেহরান। বিশেষ করে সাম্প্রতিক গাজার উপর ইজরায়েলের বর্বর আক্রমণ ও হত্যাযজ্ঞের খবর পরিবেশনে বরাবরের মতোই রেডিও তেহরান জোরালো কণ্ঠস্বর। গাজার নিপীড়িত মজলুম জনগণের পক্ষে দীর্ঘদিন ধরেই রেডিও তেহরান সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আর সেকারণেই সত্য, নিরপেক্ষ খবরের একমাত্র ভরসা হিসেবে রেডিও তেহরানকে শ্রোতারা বেছে নিয়েছে।
জনপ্রিয় সবগুলো মাধ্যমেই সরব উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে রেডিও তেহরান। তবে বেশ অনেকদিন থেকে লক্ষ্য করছি ওয়েবসাইটে অনুষ্ঠানের আর্কাইভ অ্যাক্টিভ নয়। প্রতিদিনের অনুষ্ঠান আপলোড করা থাকলেও, আর্কাইভ কোনোভাবেই ওপেন হয় না। চমৎকার সাজানো গোছানো ওয়েবসাইট থেকে মিস করা অনুষ্ঠান নিজের ইচ্ছেমত শোনার ব্যবস্থা করার জন্যে জোর দাবি জানাচ্ছি। রেডিও, ফেসবুক, ইউটিউব ও ওয়েবে লাইভ অনুষ্ঠান শোনার পাশাপাশি আর্কাইভ থেকে অনুষ্ঠান শোনার বাধা দূর করা প্রয়োজন। আশা করি, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
ইংরেজি নতুন বছরেও শ্রোতা বান্ধব নানা কর্মসূচি ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশায় এ বছরের মতো বিদায় !
সকলে ভালো ও সুস্থ থাকুন। হানাহানি আর যুদ্ধের দামামা বন্ধ হোক, শান্তি ফিরে আসুক জগৎময়।
শুভেচ্ছান্তে,-
এস এম নাজিম উদ্দিন
ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২