'ভালোবাসার টানেই সুদীর্ঘ ৪২ বছর যাবত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছি'
(last modified Thu, 15 Feb 2024 11:19:00 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৭:১৯ Asia/Dhaka
  • 'ভালোবাসার টানেই সুদীর্ঘ ৪২ বছর যাবত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছি'

প্রিয় জনাব/ জনাবা, আসসালামু আলাইকুম। ফুল ফুটুক আর না ফুটুক আজ আমাদের বসন্ত! ফাগুন মাসের প্রথমেই আমার বাসন্তীয় শুভেচ্ছা ও সালাম নিবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। 

প্রতিদিন অনুষ্ঠান শোনা যার নিত্য দিনের অভ্যাস, সে কি কিছু না লিখে হাত গুটিয়ে বসে থাকতে পারে? কখনোই নয়! সম্পূর্ণ ভালোবাসার টানেই নিরবছিন্ন ভাবে সুদীর্ঘ ৪২ বছর যাবত প্রিয় বেতারের অনুষ্ঠানমালা শুনে আসছি। সেই সাথে পত্র যোগাযোগও রক্ষা করে যাচ্ছি। প্রতি দিনের ন্যায় আজকেও (১৪ ফেব্রুয়ারি) আমি যথারীতি রেডিও তেহরানের সম্প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে পুংখানুপুংখ রূপে শ্রবণ করেছি। আপনাদের অবগতির জন্য নিম্নে সবিস্তারে অনুষ্ঠান বিবরণী তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমি রেডিও তেহরানের কতটা সক্রিয় শ্রোতা! আশা করি আমার লিখা মেইলটি পড়ে দেখবেন, তাহলে আমার শ্রম সার্থক হবে। 

অনুষ্ঠানের শুরুতে ইরানের জাতীয় সঙ্গীত; সূরা বাকারার ২০৪-২০৬ নং আয়াতের তেলাওয়াত; গাজী আব্দুর রশিদ ভাইয়ের পরিবেশনায় বিশ্ব সংবাদ, বিশ্ব সংবাদের মাঝে ঢাকা ও কলকাতা থেকে বিশেষ সংবাদ দাতাদের পাঠানো রিপোর্ট দু'টি; সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সোহেল আহম্মেদের পাঠে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের প্রস্তাবে ইইউ'র আহ্বানের উপর প্রতিবেদনটি; ঢাকা থেকে বাদশাহ রহমানের পাঠানো বাংলাদেশের বান্দরবান সীমান্তে মিয়ানমারের সংঘাতের উপর রিপোর্টটি; প্রাত্যহিক কথাবার্তা নামক অনুষ্ঠানে গাজী আব্দুর রশিদ ভাই ও ঢাকা থেকে জনাব মুজাহিদুল ইসলাম সাহেবের পরিবেশিত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্র-পত্রিকার শিরোনাম ও গুরুত্বপূর্ণ সংবাদ গুলোর বিস্তারিত জেনে চলমান বিশ্বের ঘটনা প্রবাহের তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ খবরা-খবরগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছে।

আজকে নাসির মাহমুদ ভাই ও গাজী আব্দুর রশিদ ভাইয়ের সুনিপুণ উপস্থাপনায় আমিরুল মু'মিনিন হযরত আলী (আ়) সুযোগ্য পুত্র, হযরত ইমাম হাসান (আ.) ও হযরত ইমাম হুসাইন (আ.) এর সৎ ভাই কারবালার "শেরনর" হযরত আবুল আব্বাস (আ.) এর ১৪১৬তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা আবুল ফজল আব্বাসের সংক্ষিপ্ত জীবনির উপর চমৎকার আলোচনাটি শুনে আমি দারুণ ভাবে বিমোহিত হয়েছি।

আজকে অনুষ্ঠানের শেষ আকর্ষণ গাজী আব্দুর রশিদ ভাইয়ের সাক্ষাৎকার গ্রহণে সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক 'স্বাস্থ্যকথা' নামক অনুষ্ঠানের ১ম পর্বে সাতক্ষীরা মেডিকেল হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আসাদুজ্জামান সাহেবের সাক্ষাৎকারে পাইলস বা অর্শ রোগের উপর সুন্দর আলোচনাটি শুনে আমি খুব খুশি হয়েছি।

রেডিও তেহরানের বাংলা বিভাগের নিরলস কর্মী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম করে সাজানো ও পরিবেশিত উপরিক্ত সব তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, সময়োপযোগী, মনোগ্রাহী ত্রুটিমুক্ত অনুষ্ঠানগুলো উপহার দেওয়ার জন্য এবং গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলি দানব বাহিনীর বর্বারোচিত আগ্রাসী হামলার আপডেট নিউজ গুলো জানানোর জন্য বাংলা বিভাগের শক্তিশালী  টিমকে অসংখ্য ধন্যবাদ ও সাদর অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছান্তে -

 

আপনাদেরই গুণমুগ্ধ সিনিয়র শ্রোতা

মোখলেছুর রহমান
খাদিমপুর বাজার
জেলা : কুষ্টিয়া
বাংলাদেশ।

 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

ট্যাগ