মে ১২, ২০২২ ২১:৩৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মলেন দুই নেতা
    সংবাদ সম্মলেন দুই নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইবরাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের সাংবাদিক হত্যাসহ যে সমস্ত অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে তার নিজের নিরাপত্তা নিশ্চিত হবে না বরং এ অঞ্চলের জনগণের কাছে দিন দিন আরও বেশী ঘৃণিত হবে।

ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইব্রাহিম রায়িসি। সংবাদ সম্মেলনে তিনি আল-জাজিরা টেলিভিশনে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলের হত্যাকান্ড সম্পর্কে কথা বলেন

এই হত্যাকাণ্ডের জন্য শিরিন আখলের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, অপরাধযজ্ঞ চালিয়ে ইহুদিবাদী ইসরাইল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বরং এ অঞ্চলের জনগণের মধ্যে দিন দিন ইসরাইল-বিরোধী ঘৃণা বাড়বে

ইরানি প্রেসিডেন্ট ও কাতারি আমিরের বৈঠক

প্রেসিডেন্ট রায়িসি নিহত ফিলিস্তিনি সাংবাদিকের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিশ্বের সমস্ত সাংবাদিকের প্রতি সমবেদনা জানান যারা ফিলিস্তিনি জনগণের কথা বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরছেন। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল অপরাধযজ্ঞ দীর্ঘদিন চালাতে পারবে না।

কাতারি আমিরের সঙ্গে সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, এ চঞ্চলে বিদেশী শক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। এ অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতি মোটেই গ্রহণযোগ্য নয়

ইবরাহিম রায়িসি আরো জানান, কাতারি আমিরের সঙ্গে বৈঠকে ইয়েমেনের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনা করেছে। তারা ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণে ইয়েমেনিদেরকে সুযোগ দিতে হবে বলেও তারা মত প্রকাশ করেন। এছাড়া আফগানিস্তান পরিস্থিতি নিয়েও কাতারের আমিরের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের আলোচনা হয়েছে।  

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করা নিয়েও কাতারি নেতার সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির কথা হয়েছে। তিনি জানান, সর্বক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোসহ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক,  সংস্কৃতিক, পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কাতারের আমির জানান, তারা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং তেহরান-দোহা সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। আঞ্চলিক যেসব সমস্যা রয়েছে সেগুলোর নিরসনে সংলাপই একমাত্র উপায় বলেও মন্তব্য করেন কাতারি আমির।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ