জুলাই ২৮, ২০২২ ১৯:১১ Asia/Dhaka
  • ইরাকে আবারও তুর্কি ঘাঁটি লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা

ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বামারনি এলাকায় তুর্কি সামরিক ঘাঁটিতে আবারও মর্টার ও রকেট হামলা হয়েছে। স্থানীয় সূত্রগুলো আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। তুরস্ক সেখানে অবৈধভাবে ঘাঁটি গেড়েছে বলে জানিয়েছেন ইরাকিরা।

এসব সূত্র বলছে, উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশের দহুকের বামারনি গ্রামে তুর্কি ঘাঁটি লক্ষ্য করে হামলা হলেও মর্টার ও রকেটগুলো ঘাঁটির আশেপাশে গিয়ে পড়েছে। এর ফলে পার্শ্ববর্তী কৃষি ক্ষেতে আগুন ধরে যায়, এতে শস্যের ক্ষতি হয়েছে।

কৃষি ক্ষেতে আগুন লাগার পর অগ্নি নির্বাপণ বাহিনী সেখানে গেছে। আজকের হামলায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত রোববার তুর্কি ঘাঁটিতে হামলার ঘটনায় সাতটি বিস্ফোরণ ঘটে। এক সপ্তাহ ধরে ঐ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে দহুক এলাকার একটি পর্যটন কেন্দ্রে তুর্কি বাহিনীর কামানের গোলার আঘাতে অন্তত ১১ জন নারী ও শিশু নিহত হয়। ইরাকের বাগদাদ ও দক্ষিণাঞ্চল থেকে সেখানে বেড়াতে গিয়ে তারা হামলার শিকার হয়।

তুর্কি হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর কথা বলেছে ইরাকি সরকার। # 

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ