মে ৩০, ২০২৩ ০৯:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা গুঁড়িয়ে দিল ইরান

ইরানের গোয়েন্দা বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। ইরানের বিচার বিভাগের গোয়েন্দা শাখার প্রধান আলী আব্দুল্লাহি এ খবর জানিয়েছেন।

তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের বলেছেন, ওই সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ইসরাইলের পক্ষ থেকে ইরানের সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল।তবে তদন্তের স্বার্থে ওই সন্ত্রাসী গোষ্ঠীর বিস্তারিত পরিচিয় কিংবা তাদের পরিকল্পনা সম্পর্কে আর কিছু জানাননি আব্দুল্লাহি।

এর আগে গত সপ্তাহে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব দেশের পশ্চিমাঞ্চলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আটক করার খবর জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, এসব সন্ত্রাসী ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত দিয়ে ইরানে অনুপ্রবেশ করে। ইসমাইল খতিব বলেন, ইরান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে এদেশের সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্বিধা করবে না।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ