মে ০৭, ২০২৪ ১৭:৫৩ Asia/Dhaka
  • জাবোটিনস্কি: ফিলিস্তিন দখল এবং লৌহ প্রাচীর ধারণা
    জাবোটিনস্কি: ফিলিস্তিন দখল এবং লৌহ প্রাচীর ধারণা

পার্সটুডে-জাবোটিনস্কি ছিলেন প্রথম জায়নবাদী নেতা যিনি স্বীকার করেছেন যে ফিলিস্তিনিরা এমন একটি জাতি যারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিতে রাজি হবে না।

জিব জাবোটিনস্কি ইহুদি জাতীয় তহবিলের প্রতিষ্ঠাতা এবং প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করা ইহুদি সেনাদলের একজন। তিনি ইসরাইলের ইতিহাসে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। জাবোটিনস্কি বেলফোর ঘোষণা জারি করার জন্য ব্রিটিশ সরকারকে রাজি করাতে অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঘোষণার পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি ভূমি সৃষ্টি করার বিষয়টি তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি মেনে নিয়েছিল। জাবোটিনস্কি আশা করেছিলেন যে ইহুদিদের এই ভূমি জর্দান নদীর উভয় তীরকে অন্তর্ভুক্ত করবে এবং তিনি ইউরোপসহ অন্যান্য দেশ থেকে ইহুদিদের অভিবাসন করে তার আইডিয়া বাস্তবায়ন করতে পারবেন।

জাবোটিনস্কির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবও ছিল এবং সেটি ছিল ইসরাইলের নিরাপত্তা নীতি ও মতবাদ নিয়ে যাকে লৌহ প্রাচীর বলা হয়। জাবোটিনস্কির মৌলিক বিশ্বাস ছিল যে ফিলিস্তিনিরা তাদের ঐতিহাসিক ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হবে না। সুতরাং একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন ইহুদিবাদী আন্দোলন একটি বিশ্বশক্তির পৃষ্ঠপোষকতা পাবে।

জাবোটিনস্কি ছিলেন প্রথম ইহুদিবাদী নেতা যিনি স্বীকার করেছেন যে ফিলিস্তিনিরা এমন একটি জাতি যারা স্বেচ্ছায় তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছেড়ে দিতে রাজি হবে না। তিনি বিশ্বাস করতেন যে ফিলিস্তিনি আরবরা অর্থনৈতিক প্রণোদনার বিনিময়ে ইহুদিদেরকে তাদের ভূমিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং ধীরে ধীরে সেই এলাকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা গঠনের অনুমতি দিতে রাজি হবে না।

জাবোটিনস্কির দৃষ্টিতে আরবদের পক্ষ থেকে ইহুদিবাদের ধারনা মেনে নেওয়া এবং কোনো সমস্যা ছাড়াই ফিলিস্তিনে ইহুদিদের বসতি স্থাপনের ধারণাটা ছিল একটি ভ্রান্ত চিন্তা। জাবোটিনস্কি স্পষ্ট করে বলেছিলেন যে ফিলিস্তিনিদেরকে তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা হবে মর্মে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তারা ইহুদিদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার আশা কোনোদিনই ছাড়বে না।

কারণ কোন সচেতন মানুষই এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিনিময় করতে চাইবে না এবং ইহুদীদেরকে এত গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা দেবে না। এ কারণেই জাবোটিনস্কি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ফিলিস্তিনিদেরকে বোঝানোর আশায় বা রাজির করানোর জন্য তাদের সঙ্গে সংলাপের দ্বার উন্মুক্ত করা হলেও কোনো কাজ হবে না। কেননা ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সেটা কেউ মেনে নেবে না।

এ কারণেই জাবোটিনস্কি পরামর্শ দেন যে ইহুদিবাদী প্রকল্পের নিরাপত্তা থাকা উচিত এবং এই প্রকল্পটি লৌহ প্রাচীরের আড়ালে বাস্তবায়িত হওয়া উচিত। তা হলে ফিলিস্তিনি আরবরা তাদের ধ্বংস করতে পারবে না কিংবা তাদের অগ্রগতিও রোধ করতে পারবে না।

সংগৃহীত: হেলাল খাশান ১৪০৩। ইসরাইলের লৌহ প্রাচীর মতবাদে ফাটল। হাম-মেইহান

পার্সটুডে/এনএম/৭

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ