জুলাই ২৭, ২০২৩ ১৫:৩২ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস ও ইসমাইল হানিয়াকে নিয়ে বৈঠক করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে নিয়ে একটি তৃপক্ষীয় বৈঠক করেছেন।

মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ও হানিয়ার নেতৃত্বাধীন হামাসকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং এই দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগামী রোববার যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে তার আগে বুধবারের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে এরদোগান সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে বহু ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা শান্তি প্রক্রিয়াকে নস্যাত করতে চায় তারা ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থেকে ফয়দা লুটবে।

এরদোগান দাবি করেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলি অবরোধ মেনে নেয়নি তুরস্ক। তিনি আরো বলেন, পূর্ব বায়তুল মোকাদ্দাস ও আল-আকসা মসজিদ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আঙ্কারা।

উল্লেখ্য ২০০৭ সালে গাজা উপত্যকার ওপর ইসরাইল কঠোর অবরোধ আরোপ করার আগে থেকে এখন পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এরদোগান। ইসরাইলের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

আগামী ৩০ জুলাই মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন।ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার উপায় নিয়ে কায়রো বৈঠকে আলোচনা হবে। সেইসঙ্গে ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা হবে কায়রো বৈঠকের অন্যতম লক্ষ্য।#

পার্সটুডে/এমএমআই/এমআরএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ