সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka
  • মুহাম্মাদ আলী আল হুথি
    মুহাম্মাদ আলী আল হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ'র সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মাদ আলী আল হুথি বলেছেন, সংঘাতের মূল প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং দেশটির সঙ্গে এখন আলোচনা চলছে।

তিনি আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আমরা যে সমাধান সূত্রের কথা বলেছি তাতে আগ্রাসী জোটের সঙ্গে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। কারণ আগ্রাসন ও নিষেধাজ্ঞা বন্ধের বিষয়টি আগ্রাসী জোটের হাতে রয়েছে।'

গতরাতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ২০২১ সালের মার্চে রিয়াদের পক্ষ থেকে যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তার ভিত্তিতে ইয়েমেনের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রতিনিধিদল সৌদি আরবে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাবে।

আনসারুল্লাহর নেতা মুহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, তারা সৌদি আরবকে সংঘর্ষের একটি পক্ষ বলে মনে করেন এবং রিয়াদ কখনোই মধ্যস্থতাকারী নয়।

তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে মানবিকতা, বিমান বন্দর ও নৌ বন্দরগুলো খুলে দেওয়া, ইয়েমেন থেকে বিদেশি সেনা প্রত্যাহার, কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা হচ্ছে। সৌদি আরবের সঙ্গে আলোচনা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ