অক্টোবর ০৫, ২০২৩ ১৮:৪৫ Asia/Dhaka
  • কুদস শহরে হামাসের মুখপাত্র মুহাম্মাদ হামাদা
    কুদস শহরে হামাসের মুখপাত্র মুহাম্মাদ হামাদা

বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসাকে নিয়ে ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত করছে দখলদার ইসরাইল। সম্প্রতি সেখানে একদল ইহুদিবাদী গুণ্ডা হানা দিয়ে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। মসজিদের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরির তৎপরতাও চলছে।

এ অবস্থায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র মুহাম্মদ হামাদা বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরের ইসলামি পরিচিতি মুছে ফেলার চক্রান্ত সফল হবে না, ফিলিস্তিনিরা এর মোকাবেলা করবে। দখলদারেরা মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাসের ইসলামি পরিচিতি মুছে ফেলতে পারবে না। তাদের এ ধরণের চক্রান্তের ফলে ফিলিস্তিনিদের মনোবল আরও চাঙ্গা হবে এবং তারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করবে।

তিনি মসজিদুল আকসা রক্ষায় সব ফিলিস্তিনিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সব ফিলিস্তিনির উচিৎ পবিত্র এই মসজিদকে বাঁচিয়ে রাখতে সদাজাগ্রত থাকা। এই মসজিদে বেশি বেশি উপস্থিত থাকতেও তিনি আহ্বান জানান। এ সময় তিনি ঐ এলাকার অধিবাসী এবং মসজিদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর ব্যক্তিদের ধন্যবাদ জানান।

ইসরাইলিদের ষড়যন্ত্র বেড়ে যাওয়ায় মসজিদুল আকসায় মুসল্লিদের আনাগোনা বেড়েছে। প্রতি শুক্রবার বিপুল সংখ্যক ফিলিস্তিনি জুমার নামাজ এমনকি ঐ দিনের ফজরের নামাজে অংশ নিচ্ছেন।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ