অক্টোবর ০৮, ২০২৩ ১৫:৫২ Asia/Dhaka
  • আল-আকসা তুফান অভিযান: ব্যাপক ইসরাইলি হতাহত, সাড়ে ৭ শ'র বেশি নিখোঁজ

আল-আকসা তুফান অভিযানে সাড়ে ৭ শ'র বেশি ইসরাইলি নিখোঁজ রয়েছে। ইহুদিবাদী মিডিয়া জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।

অপরদিকে ফিলিস্তিন আল-ইয়াওম ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে আল-আকসা তুফান অভিযানে শতাধিক ইহুদিবাদী সেনা আটক হয়েছে। গাজায় কারাবন্দী ওই গ্রেফতারকৃতদের মধ্যে পদস্থ সেনা কর্মকর্তাসহ কয়েকজন বেসামরিক ইসরাইলিও রয়েছে।

ফিলিস্তিন আল-ইয়াওম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাহ আজ (রবিবার) সকালে ঘোষণা করেছেন ইসরায়েলি বন্দীদের সংখ্যা বেনিয়ামিন নেতানিয়াহুর কল্পনার চেয়েও অনেক বেশি।

ইহুদিবাদী মিডিয়ার রিপোর্ট অনুযায়ীই আল-আকসা তুফান অভিযানে অন্তত ৩৫০ ইসরাইলি নিহত এবং ১ হাজার ৮০০ জনেরও বেশি ইসরাইলি আহত হয়েছে। আহতদের মধ্যে ২শ ৮৫ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের নিহত সেনাদের মধ্যে নাহাল ব্রিগেডের কমান্ডার, কমিউনিকেশন ব্যাটালিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার, মাজলান ইউনিটসহ আরও দুই কমান্ডারও রয়েছে।

ইহুদিবাদী টিভি চ্যানেল-১৩ গাজার আশেপাশে প্রতিরোধ বাহিনীর হাতে ২৬ ইসরাইলি সৈন্য ও অফিসার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিলিস্তিনি সূত্র এই সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ