অক্টোবর ০৯, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান (ডানে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (বামে)
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান (ডানে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (বামে)

ফিলিস্তিনি জনগণ এবং পবিত্র আল-আকসা মসজিদকে রক্ষা করতে বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

গতরাতে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোন সংলাপের সময় এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। টেলিফোনে দুই মন্ত্রী ইহুদিবাদী ইসরাইলের ভেতরে ফিলিস্তিনি যোদ্ধাদের চলমান বিশাল সামরিক অভিযানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম এবং পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নিত্যনৈমিত্তিক আগ্রাসনের বিষয় নিয়েও আলোচনা করেন।

আফগানিস্তানে সম্প্রতি যে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে তাতে বহু সংখ্যক মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির জন্য ইরানি জনগণ এবং সরকারের পক্ষ থেকে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, ইরান এরইমধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং রোববার সন্ধ্যায় তারা আফগানিস্তান পৌঁছেছে।

টেলিফোন সংলাপে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ঘনিষ্ঠভাবে ফিলিস্তিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এরইমধ্যে শক্ত ভাষায় ফিলিস্তিনি জনগণের পক্ষে বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের হত্যা ও অপরাধের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯

ট্যাগ