৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৫০০ ফিলিস্তিনি ডাক্তার ও চিকিৎসাকর্মী শহীদ 
(last modified Mon, 13 May 2024 06:50:31 GMT )
মে ১৩, ২০২৪ ১২:৫০ Asia/Dhaka
  • ক্ষতিগ্রস্ত আন-নাসের হাসপাতাল
    ক্ষতিগ্রস্ত আন-নাসের হাসপাতাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় এ পর্যন্ত অন্তত ৫০০ ডাক্তার এবং চিকিৎসাকর্মী শহীদ হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, যে ৫০০ ডাক্তার  ও চিকিৎসাকর্মী ইসরাইল বর্বরতায় শহীদ হয়েছেন তার মধ্যে ১৩৮ জন নার্স রয়েছেন। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার ডাক্তার ও চিকিৎসাকর্মী এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। 

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত নিয়মিতভাবে সেখানকার হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে চলেছে। বর্বর ইসরাইলি সেনারা শুধুমাত্র ডাক্তার ও চিকিৎসাকর্মীদেরকেই হত্যা করছে না বরং তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং আশ্রয় নিয়া ব্যক্তিদেরকেও হত্যা করছে।

চলতি মাসের ২ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে বলেছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত গাজার স্বাস্থ্য বিভাগের ওপর অন্তত ৪৪৩টি হামলার ঘটনা ঘটিয়েছে বলে রেকর্ড করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ