অক্টোবর ১৪, ২০২৩ ০৯:২৮ Asia/Dhaka
  • লেবাননের প্রধানমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
    লেবাননের প্রধানমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার ওপর তেল আবিবের বর্বরতা চলতে থাকলে তা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো নানারকম সক্ষমতা ব্যবহার করবে। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ইরানের শান্তি ও নিরাপত্তার সঙ্গে তুলনা করে বলেন, লেবাননের নিরাপত্তা ও রাজনৈতিক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করা হচ্ছে তার চলতি বৈরুত সফরের অন্যতম উদ্দেশ্য।

গাজা-ইসরাইল যুদ্ধের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো গত শনিবার ইসরাইলের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তা ছিল শতভাগ তাদের নিজস্ব অভিযান যা এমনকি পশ্চিমা দেশগুলিও স্বীকার করেছে। তিনি বলেন, বিগত মাসগুলোতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে পাশবিকতা চালিয়েছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান শুরু হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রীকে বলেন, “আল-আকসা অভিযানের পরের ফিলিস্তিন হবে তার আগের ফিলিস্তিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।” মার্কিন সরকার ইসরাইলি বর্বরতার প্রতি যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে তার নিন্দা জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এর ফলে পরিস্থিতি আরো বিপর্যকর হবে এবং যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরাইল ছাড়া আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে আমেরিকা যা অগ্রহণযোগ্য। তারা সবাইকে চুপ থাকার আহ্বান জানিয়ে ইসরাইলের হাতে সর্বাধুনিক অস্ত্র তুলে দিয়ে যা খুশি তাই করার জন্য তেল আবিবকে সবুজ সংকেত দিচ্ছে।” তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে চাইলে আমেরিকার উচিত ইসরাইলকে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত রাখা। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ