নভেম্বর ২৬, ২০২৩ ২০:৫২ Asia/Dhaka
  • গাজায় যুদ্ধবিরতি: পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে ৮ ফিলিস্তিনি শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই মারা গেছেন পাঁচ ফিলিস্তিনি। বাকি তিনজন মারা গেছেন পশ্চিম তীরের অন্য কয়েকটি এলাকায়। জেনিন শহরে ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনারা বিভিন্ন দিক থেকে জেনিন শহরে হামলা করে। এসময় তারা টানা গুলিবর্ষণ করতে থাকে এবং সরকারি হাসপাতাল ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় ঘেরাও করে। পরে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তারা এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।

গাজা উপত্যকায় যখন হামাস ও ইসরাইলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি চলছে তখন পশ্চিম তীরে ইহুদিবাদীরা এই আগ্রাসন চালালো। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হাতে ২৩৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ