ডিসেম্বর ১১, ২০২৩ ১১:১৭ Asia/Dhaka
  • ‘মার্কিনীরা বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে থাকবে’

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অন্যতম সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন দখলদার সেনারা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে বহিষ্কার না হবে ততক্ষণ এই সংগঠনের যোদ্ধাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে থাকবে।

গতকাল (রোববার) এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ এই ঘোষণা দিয়েছে। ইরাকে সন্ত্রাস-বিরোধী সংগঠনগুলোর যে জোট ‘জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিট’ বা পিএমইউ রয়েছে কাতাইব হিজবুল্লাহ তার অন্যতম সদস্য। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে কার্যকর ও বৈধ শক্তি হিসেবে এই জোটকে স্বীকৃতি দিয়েছে ইরাক সরকার।

গতকালের বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ আরো বলেছে, যে প্রতিরোধকামী যোদ্ধারা আমেরিকার সৃষ্টি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করতে সক্ষম হয়েছে, তারা ইরাক থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি বজায় রাখবে। মার্কিন সেনাদের সম্পূর্ণ বহিষ্কার পর্যন্ত তাদের আঙ্গুল ট্রিগারেই থাকবে।

সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন শুরু করার পর কাতাইব হিজবুল্লাহ ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয় এবং ইসরাইল ও আমেরিকার বিভিন্ন স্বার্থে আঘাত হানা শুরু করে। সংগঠনটি বলেছে, গাজার নিরপরাধ জনগণের ওপর যদি ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরাকে মার্কিন স্বার্থেও তারা হামলা চালিয়ে যাবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কাতাইব হিজবুল্লাহ মার্কিন সেনা অবস্থানে ৬০ বারের বেশি হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ