জানুয়ারি ০৪, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে বহিষ্কারের চক্রান্তের নিন্দা করল সৌদি আরব

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের জন্য ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ কর্মকর্তারা যে চক্রান্ত করছেন তার জোরালো নিন্দা জানিয়েছে সৌদি আরব।

গতকাল (বুধবার) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক জবাবদিহিতার ব্যবস্থা সক্রিয় করার জন্য রিয়াদ যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে।  সৌদি আরব জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দুই মন্ত্রীর চরমপন্থী বক্তব্যকে রিয়াদ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। 

ইসরাইলের যুদ্ধবাজ মন্ত্রী ইতামার বেন জাভির এবং বেজালেল স্মোট্রিচ সম্প্রতি গাজার জনগণকে বাস্তুচ্যুত করা এবং নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য অবরুদ্ধ গাজা পুনর্দখল করার আহ্বান জানিয়েছেন। এমনকি ইসরাইল জানিয়েছে, গাজাবাসীকে আফ্রিকার দেশ কঙ্গোয় বহিষ্কারের বিষয়ে আলোচনা চলছে। 

সৌদি আরব বলেছে, ইহুদিবাদি সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য বিবৃতি দেয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লংঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। গাজা যুদ্ধের তিন মাস পার হতে চলেছে কিন্তু সৌদি আরব এতদিন একেবারেই নীরব ছিল। রিয়াদের ওই বিবৃতির পর মনে করা হচ্ছে- তারা গাজা ইস্যুতে নিজেদের নীরবতা ভাঙলো।

গত রোববার স্মোটরিচ বলেছিলেন, গাজার ২০ লাখ মানুষের মধ্যে যদি ২ লাখ রাখা হয় আর সবাইকে বহিষ্কার করা হয় তাহলে গাজা কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে না। এর পরদিন বেন জাভির আগে গাজায় বসবাসরত ইহুদি নাগরিকদের আবার গাজায় ফেরার আহ্বান জানিয়েছেন। বেন জাভিরেরিএ বক্তব্যে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই বক্তব্যকে অবাস্তব কল্পনা বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ