জানুয়ারি ১৫, ২০২৪ ২০:৩০ Asia/Dhaka
  • ইসরাইলি ফুটবলারকে আটক করলো তুরস্ক

তুরস্কের সুপার লীগের ম্যাচে খেলার সময় ইহুদিবাদী ইসরাইলের এক ফুটবলার গাজায় চলমান গণহত্যার প্রতি সমর্থন জানানোর অপরাধে  তুরস্কের পুলিশ তাকে আটক করেছে।

ম্যাচে একটি গোল করার পর ওই খেলোয়াড় বিদ্বেষপ্রসূত গাজার গণহত্যার প্রতি সমর্থন জানিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করেন এবং তার বাম হাতে লাগানো ব্যান্ডেজের প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করেন যাতে ইহুদিবাদী ইসরাইলের প্রতীক ডেভিড স্টার আঁকা ছিল।

২৮ বছর বয়সী ফরোয়ার্ড সাগিব জেহেযকেল তুরস্কের আনতালিয়াস্পোর ক্লাবের হয়ে খেলছিলেন। তাকে তুর্কি পুলিশ জিজ্ঞাসাবাদ জন্য আটক করেছে এবং ক্লাব কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। আমতালিয়া পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
ম্যাচে প্রতিদ্বন্দ্বি
ত্রাবসনস্পোরের বিরুদ্ধে সাগিব একটি গোল করেন এবং এরপরই তার বাম হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজের প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করেন। পরে দেখা গেছে, তার ওই ব্যান্ডেজে গাজায় ইসরাইলের ১০০ দিনের আগ্রাসনের কথা উল্লেখ রয়েছে। 

গাজায় ইহুদিবাদি ইসরাইলের ১০০ দিনের আগ্রাসনে ২৪ হাজার মানুষ শহীদ এবং ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। এই হতাহত মানুষের বেশিরভাগই নারী ও শিশু। সারা বিশ্বে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলেও দখলদার সরকারের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না।#
পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ