মার্চ ০৪, ২০২৪ ১৭:০১ Asia/Dhaka
  • ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিবাদী উপনিবেশবাদের হাতিয়ার

ইসরাইলে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিবাদী উপনিবেশবাদী সরকারের ভিত্তি। মায়া উইন্ড তার 'টাওয়ার্স অব আইভরি অ্যান্ড স্টিল' নামের নতুন বইতে স্বীকার করেছেন: ইসরাইলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহুদিবাদী উপনিবেশবাদের সেবা করার জন্যই তৈরি করা হয়েছে। 

মায়া উইন্ড তার বইয়ের প্রথম অধ্যায়ে এ বিষয়টির ওপর আলোচনা করেছেন। বইটির দ্বিতীয় অংশেও এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কীভাবে ফিলিস্তিনি ছাত্র ও অধ্যাপকদের ওপর নিপীড়ন চালানো হয় সে বিষয়ের ওপর আলোকপাত করেছেন।

উইন্ডের পুরো বই জুড়ে পাঠকদের উপলব্ধি হবে-কীভাবে ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়গুলো ইসরাইলি বর্ণবাদী শাসনকে যৌক্তিক এবং বৈধ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান তৈরি করে।

ব্রিটিশ ঔপনিবেশিকতার সমর্থনে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমস্ত ভূমি দখল করার জন্য বিভিন্ন গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করে।#

[মন্ডোওয়েইস ডাটাবেস থেকে সংগ্রহীত]

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ