মার্চ ১০, ২০২৪ ১৬:৪৬ Asia/Dhaka
  • ইহুদিদের প্রধান রাব্বি ইসহাক ইউসুফ
    ইহুদিদের প্রধান রাব্বি ইসহাক ইউসুফ

ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের ইসরাইলের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে দেশ ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ইহুদিদের প্রধান রাবাই ইসহাক ইউসুফ।

গতকাল (শনিবার) রাতে জেরুজালেমে এক সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন বলে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে। যদি এটি সত্যই হয় তাহলে ইসরাইলের ভিত্তি নড়ে যাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, 'তারা যদি আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশে চলে যাব।'

তিনি বলেন, 'আমরা টিকেট কেটে নেব। জোর করে সেনাবাহিনীতে নেওয়ার মতো (ঘৃণ্য) কাজ আর হতে পারে না। অথচ রাষ্ট্র সেরকমই ভাবছে।'

জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধান রাবাই ইসহাক ইউসুফ ইসরাইলের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করেছেন। সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষদের যে ভাবনা, তিনি তারও বিরোধী।

ইসহাক ইউসুফ বলেন, 'তাওরাত নিয়ে পড়ালেখা করলেই ইসরাইলের সফলতা ও টিকে থাকা সম্ভব। তাওরাত থেকে সরে গেলে সেনাবাহিনীর কোনো সফলতা আসবে না।'

তার মতে, স্রষ্টা রক্ষা না করলে শুধু সামরিক শক্তি দিয়ে ইসরাইল টিকে থাকতে পারবে না।

এই ইহুদি রাবাই এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর জেনিনের একটি মসজিদের ভেতরে ইসরাইলি সেনাদের বর্বর হামলার তীব্র সমালোচনা করেছিলেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরা‌ইলের অভ্যন্তরে হামাসের আল আকসা তুফান অভিযান শুরুর পর ইসরাইলি রিজার্ভ সেনাদের ডাকা হয়। এরপর, সেখানকার ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে খসড়া আইন করে যুদ্ধকালীন সরকার।

ইহুদি ধর্মীয় নেতারা এই আইনের তীব্র প্রতিবাদ করছেন। তারা মনে করেন, তাদের প্রধান কাজ স্রষ্টার ইবাদত ও তাওরাত নিয়ে পড়ালেখা। কোনো পার্থিব বিষয়ে নিজেদের যুক্ত করা তাদের কাজ নয়। সেনাবাহিনীতে যোগ দেওয়াকে তারা গর্হিত অপরাধ বলেও মনে করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ