মার্চ ৩১, ২০২৪ ১৫:৪৪ Asia/Dhaka
  • এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আইস হকি চ্যাম্পিয়ন ইরানি মেয়েরা
    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আইস হকি চ্যাম্পিয়ন ইরানি মেয়েরা

ইরানের জাতীয় মহিলা আইস হকি দল এশিয়া-প্যাসিফিক আইস হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

এশিয়া-প্যাসিফিক আইস হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ফিলিপাইনের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছে।

ইরানের মহিলা আইস হকি টিম সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, ভারত এবং ফিলিপাইনকে হারিয়ে এশিয়া-প্যাসিফিক আইস হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতলো।

ইরানের মহিলা আইস হকি টিমের মেয়েরা

কিরগিজস্তানের বিশকেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইরানের জাতীয় মহিলা আইস হকি টিম গত বছর এশিয়া-প্যাসিফিক আইস হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্স-আপ হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন হলো তারা।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ