এপ্রিল ১৮, ২০২৪ ১০:৩০ Asia/Dhaka
  •  ইসরাইলি সেনা অবস্থানে হিজবুল্লাহর হামলা; আহত ১৮, গুরুতর ৬ 

ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা অবস্থানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল (বুধবার) হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালায়। এ সম্পর্কে ইসরাইলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ১৪ জন সেনা আহত হয়েছে যার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। ইসরাইলের গণমাধ্যম দাবি করছে, হিজবুল্লাহ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়। 

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইট দাবি করেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে হিজবুল্লাহ যোদ্ধারা আকস্মিকভাবে এই হামলা চালায়। ইসরাইলের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, কোনো রকমের সতর্কবার্তা ছাড়াই হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন হামলা চালায়। তবে, কোথা থেকে এই হামলা হয়েছে ইসরাইলি সামরিক বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।

হিজবুল্লাহ আন্দোলন এই হামলা সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালায়। ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে গত কয়েক মাস ধরে দফায় দফায় যে হামলা চালাচ্ছে তারও জবাব দেয়া হয়েছে বলে হিজবুল্লাহ তাদের বিবৃতিতে জানিয়েছে। 

প্রতিরোধকামী সংগঠনটি জানিয়েছে, ড্রোন এবং গাইডেড মিসাইলের একটি সমন্বিত হামলা ছিল এটি। লেবাননের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য ইসরাইল সম্প্রতি এই ঘাঁটিতে গোয়েন্দা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করেছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাতে আঘাত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ