এপ্রিল ২৮, ২০২৪ ১১:৩৩ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের বেঁচে থাকার প্রমাণ হিসেবে নতুন করে দু’জন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ওই দুই পণবন্দি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে প্রকাশিত ভিডিওটিতে ওমারি মিরান নামক পণবন্দি বলেন, তিনি হামাসের হাতে ২০২ দিন ধরে বন্দি রয়েছেন; যাতে বোঝা যায়, আগের দিন শুক্রবার ভিডিওটি ধারন করা হয়। 

মিরান বলেন, গাজা উপত্যকায় ব্যাপক ইসরাইলি বোমাবর্ষণের কারণে তাদেরকে কঠিন পরিস্থিতিতে থাকতে হচ্ছে। অপর পণবন্দি কিয়েথ সিগেল হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় আরো বেশি ছাড় দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।  মিরান বলেন, “আমাদেরকে নিরাপদে ও জীবিত ফিরে আসার জন্য একটি চুক্তি করার এখনই সময়।”

ইসরাইলি জনগণের প্রতি হামাসের একটি বার্তার মাধ্যমে ভিডিওটি শেষ হয়েছে। বার্তাটি হচ্ছে, “তোমাদের আটক সন্তানদের ভাগ্য ও অনুভূতির ব্যাপারে তোমাদের নাৎসিবাদী সরকার সম্পূর্ণ উদাসীন।”

এমন সময় এ ভিডিও প্রকাশিত হলো যখন নেতানিয়াহু হামাসকে ‘সম্পূর্ণ পরাজিত’ করার প্রত্যয় নিয়ে এখনও যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি যুদ্ধ বন্ধ করে গাজা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার শর্ত মানতে নারাজ।  

ইহুদিবাদী প্রধানমন্ত্রী দাবি করছেন, সামরিক উপায়ে হামাসের ওপর যত বেশি চাপ সৃষ্টি করা যাবে পণবন্দিদের মুক্তির পথ তত সুগম হবে; কিন্তু বাস্তবতা হচ্ছে, সামরিক চাপ সৃষ্টি করে কোনো পণবন্দিকে এখন পর্যন্ত মুক্ত করতে পারেনি তেল আবিব।  গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে নিজের ৮০ নারী ও শিশু পণবন্দিকে মুক্তি করে নিতে পেরেছিল ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ