মে ০৪, ২০২৪ ১৪:২৩ Asia/Dhaka
  • হামাসের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান
    হামাসের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ব্যাপারে চরমভাবে বাঁধার সৃষ্টি করেছেন।

গতকাল (শুক্রবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর আগে যত যুদ্ধবিরতির সংলাপ হয়েছে তার সব জায়গায় নেতানিয়াহু ছিলেন বাধা দানকারী ব্যক্তি এবং এটি পরিষ্কার যে, এখনো তিনিই বাধা দিচ্ছেন। 

হোসাম বাদরান বলেন, হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে সম্ভাব্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে যাতে এই মুহূর্তে মূল বাধা হচ্ছে দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর বিষয়ে নেতানিয়াহুর জেদ।

হোসাম বাদরান বলেন, রাফাহ শহরে আগ্রাসন চালানোর বিষয়ে নেতানিয়াহুর একগুঁয়েমি দুই পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তি নস্যাতের বড় কারণ বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি নেতানিয়াহু বলেছেন, আমাদের সাথে চুক্তি হোক বা না হোক, ইসরাইল রাফাহ শহরে আগ্রাসন চালাবেই। নেতানিয়াহু বলেছেন, সার্বিক বিজয় অর্জনের জন্য আমরা রাফাহ শহরে প্রবেশ করব এবং হামাসকে সেখান থেকে নির্মূল করব; তার আগে চুক্তি হোক বা না হোক।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ